বিশ্বকাপের আগে বেতন বাড়ল আইরিশ ক্রিকেটারদের
বেতন নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের দেখা মিলে প্রায়শই। উপমহাদেশের বাইরে বিষয়টি মূলত বেশি চোখে পড়ে। তবে বোর্ডের সঙ্গে কোনো ইস্যুতে এর আগে তেমন একটা দ্বন্দ্বে জড়াতে দেখা যায়নি আয়ারল্যান্ডের ক্রিকেটারদের।
অবশ্য বেশ কিছুদিন ধরেই বেতন ও বিভিন্ন ভাতা নিয়ে আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটারদের মধ্যে চলছিল দ্বন্দ্ব। নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের প্রস্তাবনাটি প্রত্যাখ্যান করেছিল দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তবে বিশ্বকাপের আগে সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। এতে সুখবর আইরিশ ক্রিকেটারদের। বোর্ডের নতুন চুক্তিতে ক্রিকেটারদের চাহিদা অনুযায়ীই বাড়ছে বেতন।
যৌথ বিবৃতিতে গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড ও আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। নতুন এই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে দ্রুতই।
বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড শুরু থেকে সবসময়ই পুরুষ ও নারী জাতীয় দলকে প্রাধান্য দিয়ে আসছে। খেলাটাকে এগিয়ে নেওয়ার পথে বড় ভূমিকা রাখার পুরস্কারও দিচ্ছে। পুরো প্রক্রিয়ায় আমাদের সদস্য ক্রিকেটাররা সবাই ঐক্যবদ্ধ ছিল।’