নেতৃত্বের গোমর ফাঁস করলেন হার্দিক

নেতৃত্বের গোমর ফাঁস করলেন হার্দিক

মুম্বাইয়ে থেকে গুজরাট টাইন্সসে গিয়ে অভিষেক মৌসুমেই দলটিকে শিরোপা জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। পরের মৌসুমেও দলকে তুলেছিলেন ফাইনালে। এরপর ফের মুম্বাইয়ে ফিরেছেন হার্দিক। ভবিষ্যতের কথা ভেবে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের কাঁধে নেতৃত্বের ভার অর্পন করেছে মুম্বাই। যদিও এ নিয়ে বিতর্ক আছে। তবে সেই বিতর্ক খুব একটা গায়ে মাখেননি হার্দিক।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতের ডেপুটি হিসেবে থাকবেন হার্দিক। কোনো কারণে রোহিত না খেলতে পারলে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। এতে পরিষ্কার রোহিতের পর ভারতের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক। নেতৃত্বের মন্ত্রটা আসলে কি। কোন মন্ত্রে অধিনায়ক হিসেবে সফল তিনি।

এমন প্রশ্নে হার্দিক বলেন, ‘আমার কাছে মনে হয় অধিনায়কত্ব খুব সহজ। এটা অনেকটা এমন হার্দিক পান্ডিয়া অন্য ১০ জনের সঙ্গে খেলছেন। মন্ত্রটি সহজ। খেলোয়াড়দের দেখাশোনা করা, তাদের আত্মবিশ্বাস যোগানো, আস্থা দেওয়া, ভালবাসা দেওয়া। যেন তারা মাঠে যায় এবং শতভাগের বেশি দেয়। আর এটিই আমি চাই।’

এবারের আইপিএলটা অবশ্য খুব একটা ভালো কাটেনি পান্ডিয়ার। তার দল প্লে-অফে জায়গা পায়নি। তিনি নিজেও খুব একটা পারর্ফম করতে পারেননি। ফল না আসার কারণ জানতে চাওয়া হলে পান্ডিয়া বলেন, ‘ফলাফলের ওপর নির্ভর করব, আমি তেমন নই। আমি অ্যাপ্রোচ দেখি। ম্যাচে খেলোয়াড়দের অ্যাপ্রোচ কেমন ছিল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমার মনে হয় এটাই দলকে সাহায্য করে।’

সম্পর্কিত খবর