আইপিএল থেকে বাদ পড়ে আবেগী গিল, বিদায়ের ইঙ্গিত

  • নিউজরুম এডিটর
  • ০৭:৩৯ পিএম | ১৭ মে, ২০২৪

এবারের আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছিল গুজরাট টাইটান্স। দলটির নেতৃত্ব থেকে সরে গিয়ে মুম্বাইয়ের নেতৃত্বে বসেন হার্দিক পান্ডিয়া। তার ওপর দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকেও চোটের কারণে পায়নি দলটি। এমন দলকে নেতৃত্ব দেওয়ার ভার কাঁধে নেন তরুণ শুভমান গিল।

তবে খুব একটা সফল হতে পেরেছেন তিনি তা বলা যাবে না। তার দল প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে এর খানিকটা দায় অবশ্য আছে ভাগ্যেরও। কেননা, সবশেষ দুই ম্যাচ জিতলে যেখানে নিশ্চিত হতো দলটির প্লে-অফ খেলা সেখানে দুটি ম্যাচই যে ভেসে গেছে বৃষ্টিতে। এমন বিদায়ের পর আবেগপ্রবণ হয়েছে শুভমান গিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। তাতে খানিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে গুজরাটকে বিদায় কিংবা নেতৃত্ব ছেড়ে দেওয়ার।

গুজরাটের মতোই সময়টা ভালো যাচ্ছে না গিলেরও। আগের দুই মৌসুমের যেখানে দুটিতেই ফাইনাল খেলেছে গুজরাট। এবার সেখানে প্লে-অফেও জায়গা হয়নি। দলের বাজে সময়ে গিল নিজেও ভুগেছেন রান খরায়। আগের মৌসুমে যেখানে ৮৯০ রান করেছিলেন গিল। সেখানে তার রান ৪২৬। জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ স্কোয়াডেও। নিজেকে তাই অভাগাই ভাবতে পারেন গিল।

তবে গিলের এমন কঠিন সময়েও তাকে সমর্থন দিয়েছে তার ভক্তরা। যাদের ধন্যবাদ জানিয়েই এবার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন গিল। যাতে খানিকটা বিদায়ের ইঙ্গিত আছে। যেখানে তিনি লিখেছেন, ‘আমরা যেমনটি আশা করেছিলাম সেভাবেই সবকিছু হবে তা নয়। তবে এটি আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। সব মিলিয়ে কিছু দুর্দান্ত স্মৃতিতে পূর্ণ একটি মরসুম ছিল। আমি তিন বছর ধরে এই সুন্দর পরিবারের অংশ। এটি এমন একটি যাত্রা যা আমি কখনই ভুলব না। আমি সেই সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সমর্থন করেছেন এবং কঠিন সময়য়ে ভালোবাসা দেখিয়েছেন।’

খেলার দুনিয়া | ফলো করুন :