সেঞ্চুরি হাঁকিয়েও ক্ষমা চাইলেন ক্লাসেন

সেঞ্চুরি হাঁকিয়েও ক্ষমা চাইলেন ক্লাসেন

রান পাচ্ছিলেন কিন্তু সেটা বড় করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই বড় রানের ক্ষুধা ছিল হেনরিখ ক্লাসেনের। সেকারণেই বোধয় খানিকটা তেতে ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। সেই ঝাঁঝটাই ইংল্যান্ডের বিপক্ষে মিটিয়েছেন। হাঁকিয়েছেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। উদযাপনেও ছিল তাই বাড়াবাড়ি।

মার্ক উডকে বাউন্ডারি ছাড়া করার পর দৌড়ে গেলেন তার সামনে। এরপর ঠিক মুখের সামনে দিলেন হুঙ্কার। অবশ্য পরক্ষণেই বুঝতে পারেন ক্লাসেন। উদযাপনটা অতিরঞ্জিত হয়ে গেছে তার। উডের সামনে এভাবে হুঙ্কার না দিলেও পারতেন তিনি। বুঝতে পেরে অবশ্য এক মুহূর্ত দেরি করেননি; তাৎক্ষণিক মাঠেই ক্ষমা চেয়ে নিয়েছেন ক্লাসেন। পরবর্তীতে আরও একবার ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড সমর্থকদের কাছেও।

শনিবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন ক্লাসেন। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করেই ইংলিশদের ৪০০ রানের টার্গেট ছুড়ে প্রোটিয়ারা। পরে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে ২২৯ রানে।

ম্যাচ শেষে ক্লাসেন তার উদযাপনের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আমি তাকে কিছু বলিনি। যদিও খেলার পরে এর জন্য ক্ষমা চেয়েছিলাম। উড আমার পায়ে দুবার আঘাত করেছিলেন, তাতে বেশ কিছুটা ব্যথাও পেয়েছিলাম। তাই কিছুটা আবেগপ্রবণ ছিলাম। ওই উদযাপনের জন্য আমি আবারও উড এবং ইংলিশ সমর্থকদের কাছে দুঃখিত। তবে এটি খাঁটি আবেগ। কখনও কখনও এটি নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমি সরাসরি ক্ষমা চেয়েছিলাম। আশা করি আমার পক্ষ থেকে সবকিছু করা হয়েছে।’

সম্পর্কিত খবর