গম্ভীরকে ভারতের কোচ করতে আগ্রহী বিসিসিআই
আসছে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হচ্ছে রাহুল দ্রাবিড় অধ্যায়। নতুন কোচের খোঁজে এরইমধ্যে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। আবেদন করা যাবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। যেখানে আবেদনও করছেন অনেকে। তবে বিসিসিআইয়ের চাওয়া ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করুক গৌতম গম্ভীরও। কেননা, তাকেই রোহিত-কোহলিদের ভবিষ্যৎ কোচ হিসেবে ভাবছে বিসিসিআই। এমন খবর দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সাফল্য পেলেও অবশ্য কখনোই কোচিং করানোর অভিজ্ঞতা নেই গম্ভীরের। এর আগে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর এবার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের।
নতুন ভূমিকায় বেশ সাফল্য এনে দিচ্ছেন দলকে। তার দল সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে এবারের আইপিলি। পয়েন্ট টেবিলে অবস্থান সবার ওপরে। আর তাছাড়া ক্রিকেট ক্যারিয়ারে একটি ওয়ানডে বিশ্বকাপ ও ২টি আইপিএল শিরোপা জেতার কীর্তি আছে তার। এরমধ্যে ২০১১-১৭ আইপিএলে তার অধীনে পাঁচবার প্লে-অফ খেলেছে কলকাতা। গম্ভীরের সেই সাফল্যের কারণেই তাকে কোচ হিসেবে চাইছে বিসিসিআই।
কেননা, জানা গেছে নতুন করে আর ভারতের কোচ হতে আগ্রহী নন তিনি। সবশেষ ভারত বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন দ্রাবিড়। তবে শেষ পর্যন্ত বোর্ড তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে থেকে যান তিনি। তবে এবার আর নতুন করে মেয়াদ বাড়ানোর ইচ্ছে নেই তার। বোর্ডের সম্মতি আছে তাতে। ফলে নতুন কেউই যে আসতে যাচ্ছেন রোহিতের কোচ হিসেবে সেটা নিশ্চিত। এক্ষেত্রে বিদেশী কোচদের ওপরও নজর রাখছে বিসিসিআই। তবে বিদেশী কোচের অধ্যায় খুব একটা সুখকর না হওয়ায় দেশী কোচের দিকেই হাঁটতে পারে বিসিসিআই।