হিউস্টনে ঘূর্ণিঝড়, স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত; বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ শঙ্কায়
বেশ কিছুটা সময় হাতে নিয়েই বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় শান্ত-সাকিবরা। তবে বিশ্বকাপের আমেজে থাকা বাংলাদেশ দলকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর আগে সেখানে বয়ে গেছে ঘূর্ণিঝড়। এবং তাতেই এখন অনিশ্চিত বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
যুক্তরাষ্ট্রে পৌঁছে বৃষ্টিস্নাত আবহাওয়া ধরেই টিম হোটেলে পৌঁছায় শান্ত-তাসকিনরা। তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো হিউস্টন জুড়ে বয়ে গেছে ভয়াবহ ঘুর্ণিঝড়। তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। আর এতেই শঙ্কা পড়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ। কেননা হিউস্টনের এই স্টেডিয়ামেই হওয়ার কথা সিরিজের সব ম্যাচ।
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সটি মূলত অস্থায়ী স্টেডিয়াম। নিউইয়র্কের নাসাউ কাউন্টির মতো এটিও খুব কম সময়ের মধ্যে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের জন্য।
৭৫ মাইল গতিবেগের সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়ামের অস্থায়ী ডাগ-আউট, ভিআইপি তাবুসহ অস্থায়ী সব অবকাঠামো। সাইটস্ক্রিন, অনুশীলনের সব নেট টিভি এবং লাইভ স্ট্রিমিং সম্প্রচারের সাইটস্ক্রিনের পিছনে স্ক্যাফোল্ডিং টাওয়ারগুলোও পড়েছে ঘূর্ণিঝড়ের কবলে। সব মিলিয়ে তাই শঙ্কায় বিশ্বকাপ সহ-আয়োজক দেশটির সঙ্গে নাজমুল হোসেন শান্তর দলের সিরিজটি।
শহরটির বিভিন্ন অংশে প্রায় ১১০ কিলোমিটার গতিবেগের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা।
শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন হওয়ার কথা ছিল প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। তবে ঝড়ে স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই অনুশীলন সেশন একটি ইনডোরে স্থানান্তর করা হয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র উভয় দল যাতে এই ইনডোরে অন্তত অনুশীলন সেশনে অংশ নিতে পারে বিকল্প সেই চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।
সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২১ মে। একই মাঠে বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে।