প্লে-অফের শেষ টিকিটের লড়াইয়ে চেন্নাই-বেঙ্গালুরু
আইপিএলে গত রাতের ম্যাচটিতে মুম্বাইকে ১৮ রানে হারায় লক্ষ্ণৌ। সেই ম্যাচে জিতলেও লক্ষ্ণৌসহ আনুষ্ঠানিকভাবে আসর থেকে বিদায় নিশ্চিত হয় পাঁচ দলের। এর আগে প্লে-অফের টিকিট পেয়েছে তিন দল, কলকাতা, রাজস্থান ও হায়দরাবাদ। এতে শেষ টিকিটের লড়াইটা এবার চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরুর মধ্যে। আজ (শনিবার) রাত ৮টায় তর্কসাপেক্ষে আসরের সবচেয়ে জমজমাট ম্যাচে নামবে দল দুটি।
আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচটিও ছিল চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। সেই ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এবার আসরের শেষ ম্যাচ না হলেও প্লে-অফ নিশ্চিতের শেষ ম্যাচটিও দল দুটির মধ্যে। পরে আগামীকালের ম্যাচ দুটি হবে স্রেফ নিয়মরক্ষার।
আসরের শুরুর আট ম্যাচের সাতটিতেই হেরেছিল বেঙ্গালুরু। শঙ্কা জেগেছিল প্রথম দল হিসেবে প্লে-অফের আগে বিদায়ের। তবে আইপিএল ইতিহাসে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে বেঙ্গালুরু এখন প্লে-অফের লড়াইয়ে। সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে কোহলি-ডু প্লেসিরা।
এদিকে চেন্নাই শুরুতে টানা দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও পরে বর্তমান চ্যাম্পিয়ন জয়-হারের পাল্লা চলতে থাকে সমান তালে। ১৩ ম্যাচের ৭টিতে জিতেছে রুতুরাজ গায়কোয়াড়ের দলটি।
শেষ চারের সমীকরণ চেন্নাইয়ের জন্য কিছুটা সহজ। যেকোনো ব্যবধানে জিতলেও প্লে-অফে পৌঁছে যাবে তারা। এমনকি আজকের ম্যাচে হারলেও শেষ চারে পৌঁছানোর সম্ভাবনা আছে তাদের। বেঙ্গালুরুর শেষ চারের সমীকরণ ঠিক এমন। আগে ব্যাট করে ২০০ রান তুললে, চেন্নাইয়ের বিপক্ষে অন্তত ১৮ রানে জিততে হবে। তবে যদি আগে বোলিং করে ২০০ রানের লক্ষ্য পায় তবে তা ১৮ ওভার ৩ বলে তুলতে হবে বেঙ্গালুরুকে।
সমীকরণ ছাড়াও আজকের ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে বৃষ্টি। ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে বেতেদিয়ামেতে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের মতে, ম্যাচের দিন সেখানে ভারী বৃষ্টিসহ সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে বেঙ্গালুরুর স্বপ্নেরও। কারণ। বৃষ্টি বাঁধায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসলে সমীকরণ আরও কঠিন হয়ে দাঁড়াবে স্বাগতিকদের এবং পরিত্যক্ত হলে কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে পৌঁছে যাবে চেন্নাই।