লঙ্কানদের কাছে সিরিজ হার বাংলাদেশ ইমাজিং দলের
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানে সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ইমাজিং দল। প্রত্যাশা ছিল শেষ ম্যাচ জিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেবে মাহমুদুল হাসান জয়ের দল। যদিও শেষ পর্যন্ত সেটি হয়ে উঠেনি। ডাম্বুলায় বাংলাদেশের দেওয়া ২২৪ রানের টার্গেট ১৮.৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় লঙ্কানরা। সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
ডাম্বুলায় সিরিজ নির্ধারিণী শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ হয়নি। ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। তবে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। উইকেটে থিতু হয়েও সংগ্রহ বড় করতে পারেননি পারভেজ ইমন, প্রিতম কুমার ও অধিনায়ক মাহমুদুল জয়। তাদের সংগ্রহ যথাক্রমে ৩২, ৩৫ ও ৩৭।
শাহাদাত হোসেন অবশ্য কিছুটা ব্যতিক্রম। দলকে বড় সংগ্রহের পথে রেখেছিলেন তিনি। তবে সঙ্গ পাননি বাকিদের থেকে। শেষ পর্যন্ত তাকেও থামতে হয় ৭৫ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এরপর বেশি একটা এগোয়নি বাংলাদেশের ইনিংস। ৪৭ ওভারে স্কোরবোর্ডে ২২৩ রান জমা করে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেটে নিয়েছেন আশিয়ান ড্যানিয়েল ও বিক্রমসিংহে।
জবাবে রানের খাতা খোলার আগেই লঙ্কানদের ওপেনার সোহান লিভেরাকে ফেরান রিপন মণ্ডল। আরেক ওপেনার শেভন ড্যানিয়েলকেও ইনিংস বড় করতে দেননি তিনি। তবে এর পরের গল্পটা কেবলই লঙ্কানদের। পাভান রাথনায়েকের ৫৬ বলে ঝড়ো ৮৫ ও নাভোদ পারানাভিথানার ৪৭ রানে জয়ের ভিত পেতে যায় লঙ্কানরা। পরে সেই ভিতের ওপর দাঁড়িয়ে ..ওভার হাতে রেখে স্বাগতিকদের জয় এনে দেন সোনাল দিনুশা। জয়ের পথে তিনি অপরাজিত ছিলেন ১৮ রানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে তিন উইকেট তুলেছেন রিপন মণ্ডল। ২ উইকেট শিকার করেছেন রিশাদ হোসাইন।