তামিমকে নিয়ে রোমাঞ্চিত হাথুরু
তানজিদ হাসান তামিম শেষ কিছু দিন ধরে খেলছেন বাংলাদেশ দলের মূল ওপেনার হিসেবে। গেল বিশ্বকাপে এই ভূমিকায় খেলেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও আছেন স্কোয়াডে। তাকে নিয়ে আশায় বুক বাধছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২০২০ অ-১৯ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসা তামিম গেল বছর অভিষিক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলে। এরপর খেলেছেন বিশ্বকাপও। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলেছেন তিনি।
তবে সে সবই অবশ্য ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছর তিনি শুরু থেকেই আছেন দারুণ ছন্দে। সবশেষ বিপিএলে সেঞ্চুরি পেয়েছেন, ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়েও।
যে কারণে তিনি জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়ে তার। ফর্মটা তিনি টেনে আনেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। প্রথম ম্যাচেই করেছিলেন ফিফটি। এরপর পুরো সিরিজে তিনি করেছেন আরও এক ফিফটি।
তার এমন ছন্দ তো আছেই, ক্রিকেটার তামিমকে নিয়ে বেশ রোমাঞ্চিত কোচ হাথুরু। তিনি বলেন, ‘তামিমকে নিয়ে বেশ রোমাঞ্চিত আমি। আমার মনে হয় খেলোয়াড় হিসেবে তার সামনে বিশাল একটা ভবিষ্যৎ পড়ে আছে। সে তরুণ ব্যাটার, বেশ ভালো ফিল্ডারও।’
তার ব্যাটিংয়ের যে বিষয়টা মুগ্ধ করেছে হাথুরুকে, সেটাও লুকোলেন না তিনি। বললেন, ‘তার ব্যাটিংয়ের বড় বিষয়টা হচ্ছে, সে যখন ব্যাট করে তখন মনে হয় তার সামনে অঢেল সময় পড়ে আছে।’