বিশ্বকাপ জার্সির দেখা মিলবে ‘কিছুদিনের মধ্যে’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:২৪ পিএম | ১৮ মে, ২০২৪

প্রায় সব দলই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জার্সি উন্মোচন করে ফেলেছে। সবশেষ আফগানিস্তান ক্রিকেট বোর্ড দারুণ এক ভিডিওবার্তার মাধ্যমে জানায় নিজেদের বিশ্বকাপের জার্সি কেমন হবে।

তবে বাংলাদেশের জার্সির দেখা এখনও মেলেনি। বিশ্বকাপ মিশনে দলের সবাই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তাই প্রশ্ন উঠছে, জার্সির দেখা মিলবে কবে? 

এই প্রশ্নের জবাব মিলেছে আজ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। তবে তিনি পরিষ্কার কিছুই বলেননি। জানিয়েছেন কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে জার্সি।

জালাল ইউনুস আজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব পরিকল্পনা থাকে তাই তারা দিয়েছে। আমাদেরও নিজস্ব একটা পরিকল্পনা ছিল। সেজন্য আমরা অপেক্ষা করছিলাম আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন।’

বাংলাদেশের জার্সিতে সাধারণত আধিপত্য থাকে সবুজ রঙের, সঙ্গে লাল রঙ জায়গা করে নেয় বেশ খানিকটা অংশজুড়ে। হলুদ রঙও যোগ করা হয়েছে অতীতে। থাকে বাঘের জলছাপ। এবারও এমন কিছু অপেক্ষা করছে বলে জানালেন জালাল। সঙ্গে দিলেন ভিন্ন কিছুর ইঙ্গিতও।

তিনি বলেন, ‘আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। আমরা প্ল্যানটা করেছিলাম এইভাবে যে, যেহেতু আমাদের অনেক খেলা ছিল। আপনারা জানেন যে, জিম্বাবুয়ে সিরিজ চলছিল। জার্সিত কিছু শুভেচ্ছা বাণী থাকবে যেটা আমি এখনি বলতে চাচ্ছি না’ -বলেছেন জালাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে তারও এক সপ্তাহ পর, ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ খেলবে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে। এর এক দিন পর ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার দুই দিন পর ১৩ জুন বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৭ জুন। নেপালের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল।

খেলার দুনিয়া | ফলো করুন :