শান্ত আমাদের নেতা, লিটন অন্যতম সেরা ব্যাটার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৫৫ পিএম | ১৮ মে, ২০২৪

নাজমুল হোসেন শান্তর অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে গেছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে শান্ত যাচ্ছেন কোনো বিশ্বকাপে। বিষয়টা চ্যালেঞ্জের, সন্দেহ নেই। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, তিনি এই চ্যালেঞ্জ সামলাবেন ভালোভাবেই। এদিকে লিটন দাস ফর্মে নেই বেশ কিছুদিন ধরে। কোচ হাথুরু তার কাঁধে রাখলেন সমর্থনের হাত, বললেন লিটন নিজের দিনে বিশ্বের সেরাদের একজন।

অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাত্রা তার এবারই প্রথম। তবে বিশ্বকাপে অধিনায়কত্বের অভিজ্ঞতা তার আছে বেশ। গেল ওয়ানডে বিশ্বকাপে শান্তর অধীনে বাংলাদেশ খেলেছিল দুই ম্যাচে, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। 

পূর্ণকালীন অধিনায়ক হওয়ায় এখন চাপটা বেশ তার কাঁধে। তবে হাথুরুর বিশ্বাস, শান্ত তা সামলাবেন ভালো করেই। বললেন, ‘শান্ত আমাদের নেতা। এমন নেতা যে তার কাজ দিয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়। ড্রেসিংরুমে সে ছেলেদের সঙ্গে মিশছে, আনন্দ করছে, কিন্তু মাঠে নামলে সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেজাজে থাকছে। এবারের বিশ্বকাপ তার অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ, তাই তার হাতে দায়িত্বটাও বেশ বড়। আমি নিশ্চিত সে চ্যালেঞ্জটা ভালোভাবেই সামলাতে পারবে।’

এদিকে লিটন দাস বিশ্বকাপে গেছেন অফ ফর্মকে সঙ্গী করে। শেষ তিন ম্যাচে তিনি রান করেছেন মোটে ৩৬ রান। এমন ফর্মে থাকা তাকে দলে রাখায় সমালোচনার মুখে কম পড়তে হয়নি।

তবে আর সবাই সমালোচনা করলেও কোচ হাথুরু তাকে রাখছেন আগলেই। তার বিশ্বাস বিশ্বকাপে বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন লিটন। বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে আমি তার কাছে বড় কিছুর আশা করছি। সে খুবই প্রতিভাবান, ন্যাচারালি গিফটেড অ্যাথলেটও সে। সে উইকেটকিপিং করতে পারে, ফিল্ডিংও করতে পারে, সে দলের অন্যতম সেরা ফিল্ডারও। যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে, ইনফিল্ড, আউটফিল্ড সর্বত্র। তার দিনে সে বিশ্বমানের খেলোয়াড়। সে মাঠের বাইরে বেশ শান্তশিষ্ট একজন মানুষ। তবে সে খেলাটাকে ভালো পড়তে পারে, ট্যাকটিকালি দলকেও বেশ সাহায্য করে।’

খেলার দুনিয়া | ফলো করুন :