বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজকে মিস করেছেন রুতু

  • নিউজরুম এডিটর
  • ১১:০৭ এএম | ১৯ মে, ২০২৪

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে প্লে-অফের রেস থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের জায়গা হয়নি প্লে-অফেও। ২১৯ রান তাড়া করতে নেমে ম্যাচ হেরেছে ২৭ রানের ব্যবধানে। যদিও আর ৯টি রান করতে পারলেই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যেত চেন্নাইয়ের। আর এমন মহাগুরুপ্তপূর্ণ ম্যাচে মুস্তাফিজকে মিস করেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচ শেষে মুস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

ম্যাচে শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২১৮ রান জমা করে বেঙ্গালুরু। চেন্নাইয়ের পেসাররা এ ম্যাচে খরচ করলেও যথেষ্ট ইকোনোমিকাল ছিলেন স্পিনাররা। মহেশ থিকশানা ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২৫ রান। আরেক স্পিনার মিচেল স্যান্টনারের খরচ মাত্র ২৩।

অন্যদিকে শার্দূল ঠাকুর একাই খরচ করেছেন ৬১ রান। আর তুষার দেশপান্ডে ৪৯। অর্থাৎ এদিন উইকেট ছিল পুরোপুরি স্পিনারদের। শেষ ওভারে বেঙ্গালুরু বোলার যশ দয়ালের স্লোয়ার বেশ কাজে দিয়েছে ম্যাচ জেতানোর ক্ষেত্রে। এমন উইকেটে মুস্তাফিজ বরাবরই ভয়ঙ্কর। স্লোয়ারের সঙ্গে কাটার দিয়ে ব্যাটারদের নাচিয়ে ছাড়েন তিনি। অথচ, এমন ম্যাচে মুস্তাফিজকে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন তখন তাকে পায়নি চেন্নাই। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। যা নিয়ে বেশ আক্ষেপই ঝড়ে পড়ল চেন্নাই অধিনায়ক রুতুর কণ্ঠে।

ম্যাচ হারের পর রুতু বলেন, ‘এটি একটি ভাল উইকেট ছিল। বিশেষকরে স্পিনারদের জন্য। বল কিছুটা ঘুরছিল এবং কিছুটা পরে আসছিল। মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পাওয়ায় আমি বেশ খুশি।’

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত সময় পার করছিলেন ফিজ। ধীর উইকেটে মুস্তাফিজ ছিলেন দলের প্রথম পছন্দ। চেন্নাইকে বিদায় বলার আগে নিয়মিত একাদশে ছিলেন। ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন ফিজ। মুস্তাফিজের মতো মাঝপথে বিদায় নিয়েছেন আরেক পেসার পাথিরানাও। তবে এমন ধীর গতির উইকেটে মুস্তাফিজকেই বেশি মিস করেছেন রুতু।

দলে বিদেশী ক্রিকেটারদের না থাকা যে তাদের বেশ ভুগিয়েছে এটা জানিয়ে রুতু বলেন, ‘চোটের কারণে কনওয়ে নেই, পাশাপাশি - পাথিরানাও ইনজুরিতে পড়েছিল। তবে আমরা ফিজকে বেশি মিস করেছি। কেননা, স্কোয়াডের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। তবে এই জিনিসগুলি ঘটতে পারে। তবে আমার কাছে ব্যক্তিগত মাইলস্টোনগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আমরা এখানে জিততে পারিনি, তাই আমিও কিছুটা হতাশ।’

খেলার দুনিয়া | ফলো করুন :