মুস্তাফিজ যেভাবে ফিজ হলেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। আগামী ৮ জুন বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নামবে বিশ্বকাপ মিশনে। যেখানে বাংলাদেশের লক্ষ্যটা আগের আসরগুলোকে ছাড়িয়ে গিয়ে নতুন কিছু করা। সেই লক্ষ্যের কথা আরও একবার শোনালেন দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
ক্রিকেটারদের বিশ্বকাপ লক্ষ্য নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ নামে বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। যেখানে এবারের পর্বে কথা বলেছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সেখানেই তিনি জানিয়েছেন মুস্তাফিজ থেকে তার ফিজে রূপান্তরিত হওয়ার গল্প।
মুস্তাফিজ নিজের নাম পরিবর্তন হওয়া নিয়ে বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলেছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬ তে, ওখানেও ফিজটা পপুলার হয়। তারপর থেকে চলতেছে....।’
দেশের হয়ে এখন পর্যন্ত ৯৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ফিজ। তার উইকেট সংখ্যা ১১০টি। তবে এখন পর্যন্ত কোনো শিরোপা না জেতার আক্ষেপ তার কণ্ঠে। যা নিয়ে ফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময় রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’