বিশ্বকাপের আগের সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্বে বদল!
চলতি বছর দারুণ ছন্দে ছিলেন রসি ভ্যান ডার ডুসেন। প্রোটিয়াদের হয়ে এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান ছিল তার। পাকিস্তানের ব্যাটার বাবার আজমের পর যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি বছর ৩০ ইনিংসে ১ হাজার ২৩ রান ডুসেনের। যেখানে আছে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি। অবশ্য এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তার। সেই তাকেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক করেছে দক্ষিণ আফ্রিকা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে দক্ষিণ আফ্রিকা। আর এমন সিরিজে নেতৃত্বে পেয়েছেন ডুসেন।
মূলত, দলের নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামসহ বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেকেই আইপিএলে ব্যস্ত থাকায় অধিনায়ক করা হয়েছে ডুসেনকে। ওয়েস্ট ইন্ডিজে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের ৮ জন খেলবেন। যারা হলেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, এনরিখ নরর্কিয়া, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদি। যেই দলটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ডুসেনকে।
যা নিয়ে দলের কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনেক অভিজ্ঞতা আছে ডুসেনের। কিন্তু এটি অনভিজ্ঞ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে ডুসেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল: রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকুওয়া ও তাবরাইজ শামসি।