পেসারদের উন্নতিতে অভিজ্ঞতা ভাগ করবেন মুস্তাফিজ
২০১৫ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এর বাইরেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে ফিজের। সে হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস বিভাগের প্রধান ভরসা তিনিই। মুস্তাফিজেরও জানা আছে সেটি। তাই দারুণ কিছুর অপেক্ষাতেই আছেন তিনি। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।
সম্প্রতি বিসিবির ‘গ্রিন রেড স্টোরি’ নামে সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ পরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন মুস্তাফিজ। যেখানে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সব সময় তার কাছে প্রাধান্য পেয়েছে দেশের ক্রিকেট। এই যেমন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে আইপিএলের মাঝপথে চলে এসেছেন তিনি।
মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবে স্বাভাবিক। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’
নিজের অর্জিত অভিজ্ঞতা সতীর্থদের মাঝে ভাগ করে নেওয়ার কথা জানিয়ে ফিজ বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’
ক্যারিয়ারে নিজের অপ্রাপ্তির কথা জানিয়ে বিশ্বকাপে দারুণ কিছুর প্রত্যয় মুস্তাফিজের, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময় রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’