শেষ দিনে যে সমীকরণের সামনে প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন আজ। শিরোপার নিষ্পত্তি এখনও হয়নি। ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল শেষ দিনে মাঠে নামবে শিরোপায় চোখ রেখে।
তবে শুধু কি শিরোপা? প্রিমিয়ার লিগে তো এখনও আরও বহু অঙ্ক বাকিই পড়ে আছে! ইউরোপের কোন টুর্নামেন্টে কে খেলবে, অবনমিত কে হবে, বেশিরভাগ বিষয়ই এখনও ঝুলে আছে। শেষ দিনে আজ সবকিছুর নিষ্পত্তিই অপেক্ষা করছে।
আগে আসা যাক শিরোপার হিসেবে। ম্যানচেস্টার সিটি গেল সাত আসরে ষষ্ঠবারের মতো প্রিমিয়ার লিগ জেতার দুয়ারে দাঁড়িয়ে আছে। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে পেপ গার্দিওলার দল। নিজেদের ম্যাচে তারা ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই টানা চতুর্থ শিরোপা ছুঁয়ে ফেলবে।
ওদিকে চলতি বছর ১৭ ম্যাচের ১৫টিতে জয় আর একটিতে ড্র নিয়ে দারুণ ছন্দে থাকা আর্সেনালের চোখও থাকবে সিটির ওপর। কোচ মিকেল আর্তেতার আর্সেনালকে আজ শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচে এভারটনকে হারাতেই হবে। সঙ্গে সিটিকেও পয়েন্ট খোয়াতেই হবে। তবেই আর্সেনাল জিততে পারবে শিরোপা।
ওদিকে থাকা তিন আর চারে থাকা লিভারপুল আর অ্যাস্টন ভিলা আজ মাঠে নামবে কোনো ভাবনা চিন্তা, সমীকরণ মাথায় না রেখেই। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত তাদের। শেষ ম্যাচে জিতলে বা হারলে তাতে কোনো হেরফের সৃষ্টি হবে না।
আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে টটেনহ্যাম ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থেকে। তবে ইউরোপা খেলার সম্ভাবনা এখনও টিকে আছে তাদের। আজ একটা পয়েন্ট পেলেই কেল্লাফতে।
ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে ইউরোপীয় ফুটবল না খেলতে পারার শঙ্কায় পড়ে আছে। এরিক টেন হাগের দল বর্তমানে আছে আটে। আজ যখন ব্রাইটনের মাঠে সফর করবে রেড ডেভিলরা, ব্রেন্টফোর্ডের বিপক্ষে নিউক্যাসলের ফলাফলের চেয়ে ভালো ফলাফল করতে হবে ইউনাইটেডকে। তা না হলে প্রিমিয়ার লিগ যুগে প্রথম বারের মতো শীর্ষ সাতের বাইরে থেকে মৌসুম শেষ করতে হবে তাদের।
বোর্নমাউথের বিপক্ষে একটা ড্র করলে ছয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করবে ফর্মে থাকা চেলসি। শীর্ষ ছয়ে থাকা সব দলই ইউরোপীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়ে যাবে। তবে সাত নম্বর দলও যেতে পারে, যদি না ম্যানচেস্টার ইউনাইটেড আগামী সপ্তায় এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়।
অবনমন অঞ্চলেও একটা লড়াই বাকি। লুটন টাউন পড়ে আছে অবনমনের শঙ্কায়, তাদের সঙ্গে খানিকটা শঙ্কা আছে নটিংহ্যাম ফরেস্টেরও। তবে নটিংহ্যাম যদি হার এড়িয়ে ফেলে বার্নলির বিপক্ষে, তাহলেই তাদের অবনমনের কাঁটা এড়ানো হয়ে যাবে, সেক্ষেত্রে কপাল পুড়বে লুটনের। তবে নটিংহ্যাম হেরে গেলে, লুটনকে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে, যেন দলটা গোল ব্যবধানে টপকে যেতে পারে তাদের ওপরে থাকা ফরেস্টকে। তবে গোলের ব্যবধানটা নিদেনপক্ষে ৯-১০ গোলের হতেই হবে। না হলে জিতেও বিদায়ই নিতে হবে লুটনকে।