বেঙ্গালুরু ম্যাচেই ধোনির শেষ দেখছেন না উথাপ্পা

  • নিউজরুম এডিটর
  • ০৪:২৬ পিএম | ১৯ মে, ২০২৪

চলতি আইপিএলের শুরুতেও বলা হচ্ছিল, এই আইপিএল দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন ৪২ বছর বয়সী এমএস ধোনি। সে হিসেবে চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচটি গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা হয়ে গিয়েছে তার। ম্যাচে ২৭ রানে হেরে প্লে-অফের রেস থেকে ছিটকে গেছে ধোনির চেন্নাই। যদিও ম্যাচ শেষ হওয়ার পর এখনও অবসর বলেননি ধোনি। আর তাতে করে ধোনি ভক্তরা আরও এক মৌসুম তাদের প্রিয় ক্রিকেটারকে মাঠে দেখার স্বপ্ন দেখছেন। ধোনি ভক্তদের সেই আশার পালে এবার হাওয়া দিলেন চেন্নাইয়ের সাবেক ক্রিকেটর রবিন উথাপ্পাও।

কদিন আগে চেন্নাই ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছিলেন, তিনি অন্তত আরও কয়েক মৌসুম ধোনিকে মাঠে দেখছেন। ধোনি এখনও বিদায় বলবে এমনটি প্রত্যাশাও করেন না তিনি। একই সুরে সুর মিলিয়েছেন এবার উথাপ্পাও।

বেঙ্গালুরুর বিপক্ষে নিজের খেলা সবশেষ ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ২৫ রান করেছেন ধোনি। রবিন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেধে করেন ৬১ রান। তার কারণেই মূলত ম্যাচে ছিল চেন্নাই। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা সহজ করে হারতে হয়েছে তাদের। ধোনি চলে যাওয়ার পর কেউই দায়িত্ব নিতে পারেননি। এমন হারে স্বাভাবিকভাবেই তাই দুঃখ পেয়েছেন ধোনি। ম্যাচ শেষে ধোনির দিকে তাকালেও যা দেখা গেছে স্পষ্ট।

আর ধোনিও যে এই হারটা সহজভাবে নেননি সেটি জানিয়েছেন উথাপ্পা। একই সঙ্গে জানিয়েছেন ধোনি এবারে ক্রিকেট ছাড়বেন না, ফিরে আসবেন আরও একবার। উথাপ্পা বলেন, ‘আমি মনে করি না আমরা ধোনির শেষ ম্যাচ দেখেছি। তিনি এমন কেউ নন যে এই বিষয়গুলোকে হালকাভাবে নেন। তিনি নিশ্চিতভাবে গর্জে উঠবেন।’

চেন্নাইয়ের হয়ে নিয়মিত শেষদিকে ব্যাট করার কারণ হিসেবে উথাপ্পা বলেন, ‘আমরা তাকে কেবল শেষ ৪ বা ৫ ওভারে ব্যাট করতে দেখেছি। এরও একটি কারণ রয়েছে। তার হাঁটুতে চোট ছিল যা তারা প্রথমে ভেবেছিল সম্ভবত একটি নিগল, তবে এটি এর চেয়ে একটু বেশি গুরুতর ছিল। এই কারণে, তাকে নিজেকে সতর্ক হয়ে চোট পরিচালনা করতে হয়েছে। আর এটি তিনি প্রায়শই করেন, আন্তর্জাতিক ক্রিকেটে এবং সিএসকে-এর জন্য। চোট থাকার পরও তিনি একটি উপায় খুঁজে বের করেছিলেন যাতে তিনি সিএসকেতে অবদান রাখতে পারেন।’

খেলার দুনিয়া | ফলো করুন :