মিচেলের সেঞ্চুরির পরও তিন’শ ছোঁয়া হল না কিউইদের

মিচেলের সেঞ্চুরির পরও তিন’শ ছোঁয়া হল না কিউইদের

নড়বড়ে শুরুর পর চাপ কাটিয়ে নিউজিল্যান্ডকে শক্ত ভিত গড়ে দিয়ে যান রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। তবে শেষের ব্যর্থতায় তিনশ ছুঁয়া হলো না কিউইদের। শেষদিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে মিচেলের সেঞ্চুরির পরও ২৭৩ রানে থেমেছে কিউইদের ইনিংস। ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

বিশ্বকাপে দু’দলের পঞ্চম ম্যাচে ধর্মশালায় এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে বল করতে নেমে ভারতের শুরুটাও হয় দুর্দান্ত। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান খরচায় দুই উইকেট তুলে নেয় তারা। তবে শুরুর সেই ধাক্কা বেশ ভালোভাবেই কাটিয়ে নেয় রবীন্দ্র ও মিচেল জুটি। দু’জনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১৫২ বলে ১৫৯ রান। শক্ত ভিত পেয়ে যায় কিউইরা।

এরপর রবীন্দ্র ৭৫ রানে ফিরলেও মিচেল সেঞ্চুরি তুলে থামেন ১৩০ রানে। যদিও বাকি ব্যাটাররা শেষটা করতে পারেননি ভালোভাবে। নয়তো অনায়াসে তিন’ শ পেরনো টার্গেট ছুড়তে পারত দলটি। তবে এক্ষেত্রে ভারতীয় বোলাদেরকেও কৃতিত্ব না দিয়ে উপায় নেই। ডেথ বোলিংয়ে দারুণ ভুগিয়েছেন তারা। আগ্রাসী হতে দেননি কিউইদের। দ্রুত উইকেট তুলে কিউইদের থামিয়ে দিয়েছেন ২৭৩ রানে।

সম্পর্কিত খবর