সানরাইজার্সকে কিংসের কঠিন চ্যালেঞ্জ
প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে পাঞ্জাব কিংস। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেন দলটির ব্যাটাররা। শেষটা সুন্দর করার প্রচেষ্টায় হায়দরাবাদের বোলারদের তুলোধুনো করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৪ রান তুলেছে তারা।
প্লে-অফের হিসাব-নিকাশ না থাকলেও শীর্ষ দুই নিশ্চিত করতে এই ম্যাচটা হায়দরাবাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে দুইয়ে উঠে যাবে তারা। দিনের অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালস হেরে গেলে তখন প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে হায়দরাবাদ। তবে জিতলেও কাজ হবে না, যদি রাজস্থান কলকাতাকে হারিয়ে দেয়। কিন্তু হায়দরাবাদ পাঞ্জাবকে না হারাতে পারলে অবশ্য সেসব সমীকরণ বিবেচ্য নয়। বর্তমান অবস্থান তিনে থেকেই তখন এলিমিনেটরে খেলতে হবে তাদের।
এবার আসা যাক ম্যাচের প্রসঙ্গে। ঘরের মাঠে টস হেরে আগে বোলিং করতে হয় হায়দরাবাদকে। কিন্তু বোলাররা তাদের কাজ ঠিকঠাকভাবে করতে ব্যর্থ হয়েছেন বললে মোটেও অত্যুক্তি হবে না। পাঞ্জাবের দুই ওপেনার অথর্ব তাইদে ও প্রভসিমরান সিং মিলে ওপেনিংয়ে ৯৭ রান তোলেন।
২৭ বলে ৪৬ রান করে অথর্ব ফিরলেও নিজের তাণ্ডব চালিয়ে যান প্রভসিমরান। ১৫তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরার আগে ৭ চার ও ৪ ছয়ে ৭১ রান করেন তিনি।
তিনে নেমে ২৪ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলে দুইশর পথে এগিয়ে দেন রাইলি রুশো। শেষদিকে অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে সমান দুটি করে চার-ছক্কায় ৩২ রানের হার না মানা ক্যামিওতে ২১৪ পর্যন্ত পৌঁছায় তারা।
হায়দরাবাদের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন নীতিশ কুমার রেড্ডি। ৩ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে বসেন এই পেসার। আর সর্বোচ্চ দুই উইকেট নেন নটরাজন।