স্টার স্পোর্টসের বিরুদ্ধে রোহিতের গুরুতর অভিযোগ
ক্রিকেট মাঠে এখন খেলোয়াড়দের প্রতিটি পদক্ষেপ ক্যামেরায় বন্দী হয়। তাদের মুখনিঃসৃত প্রতিটি শব্দ রেকর্ড হয়, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে। তবে এসবের ফলে খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএলের সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আজ রবিবার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রোহিত লিখেছেন, ‘খেলোয়াড়দের জীবনে অনধিকার চর্চা অনেক বেড়ে গেছে। অনুশীলনে বা ম্যাচের দিন বন্ধু-বান্ধব বা সতীর্থদের সঙ্গে আমরা গোপনে যে কথাবার্তা বলি, সেটাও এখন ক্যামেরাবন্দী করা হচ্ছে।’
এরপরই সোজা আইপিএলের সম্প্রচারতক স্টার স্পোর্টসের দিকে আঙুল তুলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক, ‘স্টার স্পোর্টসকে আমার কথাবার্তা রেকর্ড করতে নিষেধ করার পরও তারা সেটা করেছে এবং প্রচারও করেছে। এটা গোপনীয়তার চরম লঙ্ঘন। এই বিশেষ ফুটেজ পাওয়ার তাড়না এবং ভিউ ও এনগেজমেন্টের লোভ একদিন সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যকার আস্থা বিনষ্ট করবে।’
অবশ্য ঠিক কোন ঘটনার ফলে এমন প্রতিক্রিয়া, সে বিষয়টি খোলাসা করেননি রোহিত। তবে জানা গেছে, মুম্বাই-কলকাতা ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে মাঠে আলাপ করছিলেন রোহিত। তাদের আলোচনা ফলাও করে স্টার স্পোর্টস সম্প্রচার করার পরই ক্ষোভে ফেটে পড়েন রোহিত।