সহজ জয়ে দুইয়ের দাবি জোরালো করল হায়দরাবাদ
প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে গেছে। লিগ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারালে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার একটা সম্ভাবনার পালে হাওয়া লাগত। সে সমীকরণ মাথায় রেখে অনেকটা হেসেখেলেই পাঞ্জাবকে ধরাশায়ী করেছে হায়দরাবাদ। ২১৫ রানের লক্ষ্য ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই তাড়া করেছে অরেঞ্জ আর্মি।
এই জয়ে অবশ্য দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যায়নি হায়দরাবাদের। দিনের অন্য ম্যাচে রাজস্থান যদি কলকাতার কাছে হেরে যায়, তাহলেই কেবল প্রথম কোয়ালিফায়ারে খেলা হবে তাদের। এছাড়া বৃষ্টিতে কলকাতা-রাজস্থান ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় স্থানেই থাকবেন ক্লাসেন-অভিষেকরা।
তবে সে ম্যাচের আগে নিজেদের কাজটা ঠিকঠাক সেরেছে হায়দরাবাদ। ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ট্র্যাভিস হেডকে হারায় তারা। ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন এই অজি ব্যাটার। তবে অন্য ওপেনার অভিষেক শর্মা নিজের সহজাত ব্যাটিং করেন। ২৮ বলে ৫ চার এবং ৬ ছক্কায় করেন দলীয় সর্বোচ্চ ৬৬ রান।
সঙ্গে হাইনরিখ ক্লাসেনের বিস্ফোরক ৪২ ও নীতিশ কুমার রেড্ডি (৩৭) এবং রাহুল ত্রিপাঠিদের (৩৩) ব্যাটে চড়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এর আগে হায়দরাবাদের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাঞ্জাব। দলটির দুই ওপেনার অথর্ব তাইদে ও প্রভসিমরান সিং মিলে ওপেনিংয়ে ৯৭ রান তোলেন।
২৭ বলে ৪৬ রান করে অথর্ব ফিরলেও নিজের তাণ্ডব চালিয়ে যান প্রভসিমরান। ১৫তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরার আগে ৭ চার ও ৪ ছয়ে ৭১ রান করেন তিনি।
তিনে নেমে ২৪ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলে দুইশর পথে এগিয়ে দেন রাইলি রুশো। শেষদিকে অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে সমান দুটি করে চার-ছক্কায় ৩২ রানের হার না মানা ক্যামিওতে ২১৪ পর্যন্ত পৌঁছায় তারা।
তবে শেষ পর্যন্ত এই রান যথেষ্ট হয়নি। ১৪ ম্যাচের ৯টি হেরে নবম স্থানে থেকে আইপিএল শেষ করতে হয়েছে তাদের।