বিশ্বকাপ জিততে যা করতে হবে ভারতকে
শেষ দেড় দশকে আইসিসি ইভেন্টে ভারত বেশ ধারাবাহিক এক দল। ফাইনাল-সেমিফাইনাল নিয়মিতই খেলছে। তবে শিরোপাটা ঘরে তুলতে পারছে না। সবশেষ শিরোপা ভারত জিতেছে সেই ধোনি-যুগে, ২০১৩ সালে। মাঝে বিরাট কোহলি, এখন রোহিত শর্মা দলটার অধিনায়ক। তবে খরা যেন কিছুতেই ঘুচছে না।
কেন হচ্ছে না, তার একটা কারণ খুঁজে বের করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তার মতে আইসিসি ইভেন্টে ভারতের শিরোপা জিততে না পারার কারণ চাপ সামলাতে না পারা। শিরোপা জিততে সে চাপ জয় করতে হবে রোহিতদেরকে।
ভারতের সবশেষ আইসিসি শিরোপাটা এসেছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দলটা, ঘরে তুলেছে ১৯৮৩ বিশ্বকাপও। তবে ২০১৩ সালের সেই আসরের পর ভারত ৫ ফাইনালে খেলেছে আইসিসি ইভেন্টের। তবে শিরোপা জিততে পারেনি একবারও।
সবশেষ হারটা এসেছে গেল বছর ঘরের মাঠে। টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠলেও চূড়ান্ত লড়াইয়ে অজিদের কাছে অসহায় আত্মসমর্পন করে রোহিত-কোহলিরা।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভারতের কী করা উচিত, তা জানান মিসবাহ। সম্প্রতি স্টার স্পোর্টসের প্রেস রুমের শো’তে তিনি বলেন, ‘ভারত, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশে বিশাল জনসংখ্যা এবং অনেক বেশি প্রত্যাশার কারণে চাপের মুখে পড়ে যায় দলগুলো। এত বেশি চাপ থাকে যে, যা পারফরমেন্সের উপর প্রভাব ফেলে। গত কয়েকটি ইভেন্টে চাপের সাথে লড়াই করতে হয়েছে ভারতকে। এজন্য সাফল্য নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেনি ভারত।’
তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি বড় সমস্যা নয়, কিন্তু পাকিস্তান এবং ভারতের জন্য এ ধরনের চাপের মধ্যে খেলা বড় চ্যালেঞ্জিং। ভবিষ্যতে কিভাবে এমন চাপ সামলাবে দলগুলো, সেটিই দেখার বিষয়। বিশেষভাবে, ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। আইসিসি ইভেন্টে সফল হতে চাইলে চাপ সামলানোর পথ খুঁজে বের করতে হবে করে ভারতকে।’