বৃষ্টিতে কপাল খুলল হায়দরাবাদের, এলিমিনেটরে রাজস্থান

বৃষ্টিতে কপাল খুলল হায়দরাবাদের, এলিমিনেটরে রাজস্থান

রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স, দল দুটি এর আগেই নিশ্চিত তাদের প্লে-অফের জায়গা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট কলকাতা তো শীর্ষে দুইয়েও নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। তবে রাজস্থানের জন্য সমীকরণ ছিল ম্যাচটি জিতে প্রথম কোয়ালিফায়ারে নিজেদের নাম লেখানোর। তবে তাদের সেই স্বপ্ন ধুয়ে গেল বৃষ্টিতে। এতেই ১৭ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার তিনে। কেননা গতকালের আরেক ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেয়ে সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্টও দাঁড়িয়েছে ১৭, তবে নেট রান রেটের বিচারে তারা উঠে গেছে তালিকার দুইয়ে। 

গতকালের বৃষ্টি পরিত্যক্ত ম্যাচ দিয়ে শেষ হলো আইপিএলের ১৭তম আসরের প্রথমপর্বের ৭০ ম্যাচ। সেখান থেকে তালিকার শীর্ষ চারে থাকা দলগুলো যথাক্রমে কলকাতা, হায়দরাবাদ, রাজস্থান ও বেঙ্গালুরু। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে কলকাতা ও হায়দরাবাদ। পরের দিন এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। 

পয়েন্ট তালিকায় সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষে ছিল অবশ্য রাজস্থানই। আসরের শুরুর নয় ম্যাচের আটটিতেই জিতেছিল তারা। তবে সেই জয়ের ধারার শেষ সেখানেই। এরপর টানা চার ম্যাচে হার এবং শেষ ম্যাচে পণ্ড বৃষ্টিতে। 

এদিকে বেঙ্গালুরুর শেষ চারের পৌঁছানোর গল্পটাও খানিকটা রাজস্থানের মতোনই। পার্থক্য কেবল বেঙ্গালুরুর প্রত্যাবর্তনের গল্প লিখেছে জয় দিয়ে। শুরুর আট ম্যাচে যখন সাতটিতেই হেরে বসে তখন সবার আগে বিদায়ের সম্ভাবনা জেগেছিল বেঙ্গালুরুর। তবে পরের টানা ছয় ম্যাচ জয় এবং সবশেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে নেট রান রেটের সমীকরণটাও মিলিয়ে প্লে-অফে পৌঁছায় কোহলি-ডু প্লেসিরা। 

প্রথম কোয়ালিফায়ার : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২১ মে (মঙ্গলবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর : রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে (বুধবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে (শুক্রবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল : প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৬ মে (রোববার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

সম্পর্কিত খবর