জাতীয় দলে ব্যর্থ বিজয়ের ব্যাটে ঘরোয়া ক্রিকেটে রানবন্যা

জাতীয় দলে ব্যর্থ বিজয়ের ব্যাটে ঘরোয়া ক্রিকেটে রানবন্যা

৪২ শতক, ৮৬ অর্ধশতক, ১৮ হাজারের বেশি রান, ৪৭১ ম্যাচ কিংবা ৫৪৩ ইনিংস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয়ের দাপট কেমন সেটা বুঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ ম্যাচ, তিন সেঞ্চুরি, ছয় ফিফটি আর ১৮০৩ রান ব্যতীত বাকী প্রায় পুরোটাই বাংলাদেশের ডমেস্টিক ক্রিকেটে। বিপিএল, ডিপিএল, বিসিএল, এনসিএলে নিয়মিতই রানের বন্যায় ভাসান তিন ফরম্যাটেই। দেশ ছাপিয়ে আছে বিশ্বরেকর্ডও।

চলতি এনসিএলে চট্টগ্রামের বিপক্ষে পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩তম সেঞ্চুরির দেখা। যেটা স্বীকৃত ক্রিকেটে ৪২তম। তার ওপরে থাকা তামিমের সেঞ্চুরি ৪৩ টা আর আর নাঈম ইসলামের ৪৪টা। তাদের সাথেই এখন লড়াই বিজয়ের।

চমক করার মতো ব্যাপার হচ্ছে শুধু যে সেঞ্চুরির জন্যই বিজয় চট্টগ্রামের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন সেটা কিন্তু না। বিজয় দেখিয়েছেন অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য। বল হাতে মাত্র নয় বল হাত ঘুরিয়ে নিয়েছেন দুই উইকেট। পেয়েছেন ১৩২ বলে ৮৪ রান করে সেঞ্চুরির পথে হাঁটতে থাকা শামীম পাটোয়ারির উইকেট। অবশ্য বল হাতে এবারই প্রথম না।

এর আগেও স্বীকৃত ক্রিকেটে ১৭ বার বল হাতে নিয়ে ১৯০ বল করে ৬ উইকেট নিয়েছিলেন বিজয়। যার দুইটা আবার লিস্ট এ তে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অর্জনে সন্তুষ্টি নিয়ে এই ওপেনার প্রায়ই পোস্ট দিয়ে থাকেন। এবারও ধন্যবাদ জানাতে ভুললেন না টিমমেটদের এবং সমর্থকদের।

সম্পর্কিত খবর