বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাই মেহেদীর কাছে গর্বের
বিশ্ব মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করা। জাতীয় দলের কোনো ক্রিকেটারদের এই চেয়ে বড় সম্মান বা গর্বের আর কি-বা হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন অভিব্যক্তিই প্রকাশ করলেন শেখ মেহেদী হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টুর্নামেন্টটির সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ দল নিয়েই মূলত সেই সিরিজ খেলবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন সেই দলে আছেন শেখ মেহেদীও।
বিশ্বকাপের আগে নিজেদের লক্ষ্য নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানেই বিশ্বকাপে নিজের লক্ষ্য ও বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজের অনুভূতির কথা জানান মেহেদী।
সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সারাবছর কষ্ট করি, ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে যারাই খেলে। সামনে একটা ওয়ার্ল্ড কাপ, সেই টিমের পার্ট হওয়াটা প্রাইডের (গর্ব) বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।’
বিশ্বকাপে নিজেদের অন্তত সেমিতে দেখছেন মেহেদী। তার জন্য নিজের স্বাভাবিক পারফরম্যান্সের চেয়ে আরও বেশি কিছু করতে চান এই অলরাউন্ডার। এটিকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এগোতে চান তিনি। ‘অবশ্যই আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড শেষ করে পরের রাউন্ডে যাওয়া। আমি যেভাবে পারফরম্যান্স করি, আমি সেরকমটা করতে চাই না বিশ্বকাপে। এর থেকে আরও বেটার করতে চাই।’