শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতা উচিত: মাশরাফি
আগামী ২৬মে থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ (সোমবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা।
সংবাদ সম্মেলনটি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই টাইগার অধিনায়ক। সেখানে বাংলাদেশের বর্তমান স্কোয়াড, দল নিয়ে তিনি কতটা আশাবাদী এবং বাংলাদেশ কেমন খেলবে এসব বিষয়ে মাশরাফিকে প্রশ্ন করা হয়।
গ্রুপপর্বে বাংলাদেশের চার প্রতিপক্ষের মধ্যে তুলনামূলক কঠিন দুই দল হলো শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। তবে এই দুই দলের বিপক্ষেই বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে বাংলাদেশ, যদিও সেটি ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মাঝে যেকোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি ইনশাল্লাহ ভাল করবে।’
গ্রুপের বাকি দুই দল নেদারল্যান্ডস ও নেপালকে নিয়ে তিনি বলেন, ‘ওদের সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার একটা জিতে আর বাকি দুটোকে হারাতে হবে। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই হারাতে পারার চিন্তা করাই যায়।‘
বিশ্বকাপে বাংলাদেশ কতদূর পর্যন্ত যেতে পারবে সে প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘যেরকম খেলবে সেরকমই ফলাফল আসবে, এছাড়া আমার আর কিছু বলার নেই। তবে আশা করি ভাল কিছুই করে দেখাবে দল।‘