অস্ট্রেলিয়া দলের রিজার্ভে ডাক পেলেন ম্যাগার্ক

অস্ট্রেলিয়া দলের রিজার্ভে ডাক পেলেন ম্যাগার্ক

'যদি আমি কোনোভাবে ট্র্যাভেলিং রিজার্ভে ঢুকে যেতে পারি, তাহলে তো দারুণ হয়। সেখানে ভালো একটা অভিজ্ঞতা পাব আমি।'- সপ্তাহ দুয়েক আগে এমনটাই বলেছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এই হার্ড-হিটার ব্যাটারের। তবে আজ তার সেই আশাটা পূরণ হয়েছে। অস্ট্রেলিয়া দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।

জুনে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে সবগুলো দল ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ম্যাগার্কের নাম না দেখে বেশিরভাগ সমর্থক ও বিশ্লেষকরাই বেশ অবাক হয়েছিলেন। তবে আজ (মঙ্গলবার) ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে ডাক পেলেন তরুণ এই ওপেনার। সঙ্গে জায়গা পেয়েছেন আরেক ব্যাটার ম্যাথু শর্টও।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ইনিংসে ব্যাট হাতে ম্যাগার্কের রান ৩৩০, স্ট্রাইক রেট ২৩৪। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হার্ড-হিটার ওপেনার সব দলই চায়। সেখানে অস্ট্রেলিয়া দলে শুরুতে তালে না দেখে অনেকেই তাদের নির্বাচক প্যানেলের সমালোচনা করেছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের আকস্মিক এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন তিনি নিজেই, ‘ম্যাট আর জ্যাক অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ গ্রীষ্মের পারফরম্যান্স দিয়ে তাদেরকে বিশ্বকাপ দলে রাখার বিষয়ে ভাবতে আমাদের বাধ্য করেছে। জ্যাকের ক্ষেত্রে তার সাম্প্রতিক আইপিএলের পারফরম্যান্সও ভূমিকা রেখেছে।‘

বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াডঃ

মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, নাথান এলিস।

ট্রাভেলিং রিজার্ভ: জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, ম্যাথু শর্ট।

সম্পর্কিত খবর