পরের আইপিএলেও খেলবেন ধোনি?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:০৪ পিএম | ২১ মে, ২০২৪

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের মাধ্যমে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। শিরোপা জয়ে প্রতিবারই পালন করেছেন নিজের ভূমিকা। চেন্নাই সমর্থকদের জন্য ধোনি যেন ভিন্ন এক আবেগের নাম।

যেই ধোনির ব্যাট থেকে একটি ছক্কা দেখার অপেক্ষায় পুরো ম্যাচ অপেক্ষা করে থাকেন তার ভক্তরা, সেই ধোনির ক্রিকেট ক্যারিয়ারটা এখনই শেষ হয়ে যাক এমনটা চান না কোনো ক্রিকেটপ্রেমীই। আইপিএল থেকে চেন্নাই বিদায় নেওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন, ধোনিকে আবার ব্যাট হাতে মাঠে দেখা যাবে তো?

অনেকে ধরেই নিয়েছেন ৪২ বছর বয়সী ধোনি চলতি আইপিএল শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের ঘোষণা দিয়ে তার ব্যাট আর গ্লাভসজোড়া তুলে রাখবেন। তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইপিএলে এটি ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ নাও হতে পারে।

ধোনির বিদায়টা এই বছরই হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। টাইমস অব ইন্ডিয়াকে তাদের সূত্র বলেছে, ‘ধোনি নিজে থেকে চেন্নাইয়ের কাউকেই বলেনি যে এটাই তার শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আগে তিনি কয়েক মাস চিন্তাভাবনা করে দেখবেন এবং অপেক্ষা করবেন, এমনটাই ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছেন।‘

এই বয়সে এসেও ধোনির যে ফিটনেস, তাতে অন্তত আরও একটি মৌসুম তিনি খেলার সামর্থ্য রাখেন। চেন্নাই আশা করছে তাদের ঘরের মাঠ চিদাম্বরমেই নিজের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটা খেলবেন তিনি। আইপিএলে আরও একটি মৌসুম ব্যাট হাতে নিজের ঝলক দেখাবেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার, এমনটাই আশা করেন তার ভক্তরা।

খেলার দুনিয়া | ফলো করুন :