গম্ভীরের দলকে শুভকামনা জানালেন কোহলির ‘বিশেষ বন্ধু’
ক্রিকেট বৈশ্বিক খেলা কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যেহেতু হাতেগোনা কিছু দেশই শুধু মনেপ্রাণে এই খেলাটাকে ধারণ করে। ক্রিকেটের বিশ্ব আসরে দলসংখ্যা দেখলেও বা আইসিসির স্থায়ী সদস্যের সংখ্যায় চোখ বুলালে ক্রিকেটের বিশ্বময়তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা ক্রিকেটের ছোট্ট গণ্ডি পেরিয়ে বহুদূর ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন ২৬ কোটিরও বেশি। সে জনপ্রিয়তার সূত্রেই ফুটবল দুনিয়াতেও তার বেশ জানাশোনা রয়েছে। এই যেমন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব রয়েছে।
কিন্তু আইপিএলের প্লে-অফ পর্ব শুরুর আগে কোহলির এই বন্ধু কলকাতা নাইট রাইডার্সকে শুভকামনা জানিয়েছেন। কলকাতার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে কেইনকে বতলে শোনা যায়, ‘হেই কলকাতা নাইট রাইডার্স, মৌসুমের শুরুটা দারুণ হয়েছে তোমাদের। মৌসুমের বাকি সময়ের জন্য শুভকামনা। তোমাদের জন্য বায়ার্ন মিউনিখের পূর্ণ সমর্থন রয়েছে।’
যেহেতু কলকাতার ডাগআউটের পরিচিত মুখ এবং মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্ক ততটা মধুর নয়, তাই কলকাতাকে কেইনের এই শুভকামনা জানানোর বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।