দল পেলেন তাসকিন, হতাশ মুশফিক-লিটন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩৬ পিএম | ২১ মে, ২০২৪

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। আজ (মঙ্গলবার) টুর্নামেন্টের নিলামে ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিনকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স।

তবে তাসকিন দল পেলেও ভাগ্য হাসেনি মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামদের।

এর আগে সরাসরি চুক্তিতে এলপিএলে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আগামী মৌসুমে ডাম্বুলা থান্ডার্সের জার্সিতে দেখা যাবে তাকে।

দল না পাওয়াদের মধ্যে মুশফিকের ভিত্তিমূল্য ছিল তাসকিনের সমান ৫০ হাজার ডলার। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল শান্ত এবং হৃদয়ের। ৩০ হাজার ডলার ভিত্তিমূল্য দিয়েও ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে পারেননি অফ ফর্মের সঙ্গে যুঝতে থাকা লিটন।

তবে দল পাওয়া তাসকিন আহমেদ কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন, যা কিনা যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারের কীর্তি। যদিও জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁজরে চোট পাওয়ায় এখন মাঠের বাইরে রয়েছেন পেসার।

১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। সেজন্য তাকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দলে রাখা হয়েছে।

বিশ্বকাপের পরপরই এলপিএল শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই মাঠে গড়াবে শ্রীলঙ্কার এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

খেলার দুনিয়া | ফলো করুন :