যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ম্যাচ নিয়ে শঙ্কা ছিল। তবে তা কেটে গেছে বহু আগেই। ম্যাচের আগে ভেন্যু প্রস্তুত হয়ে গিয়েছিল। এবার হয়ে গেল টসও।
সে টসভাগ্য অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলেনি। টস জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র জিতেছে টসে। বাংলাদেশকে পাঠাল ব্যাটিংয়ে।
এই ম্যাচে বাংলাদেশ নামছে লিটন দাসকে একাদশে রেখে। শেষ কিছু দিনে তিনি ছিলেন তোপের মুখে। যে ফর্মের কারণে এ পরিস্থিতিতে পড়েছিলেন, তা ফিরে পাওয়ার সুযোগ আজ পাচ্ছেন তিনি। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ তামিম।
এছাড়া একাদশটা বেশ অনুমিতই। দুই পেসার নিয়ে দল গড়েছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব আর তাসকিন আহমেদ আছেন স্কোয়াডের বাইরে। একাদশে আছেন তিন স্পিনার, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ–
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।