কিংসের ট্রেবল না মোহামেডানের রেকর্ড?

কিংসের ট্রেবল না মোহামেডানের রেকর্ড?

বসুন্ধরা কিংস চলতি মৌসুমটাকে একেবারে সোনায় বাঁধিয়ে রাখতে পারত। এই মৌসুমে দলটা হেরেছে মোটে একবার। সেই দলটা কে জানেন তো? মোহামেডান। বসুন্ধরা তাদের নিজেদের মাঠ কিংস অ্যারেনায় হেরেছে মোটে এক বার। সেই ম্যাচের জয়ী দলটার নামও এই মোহামেডান। এই গেল ফেব্রুয়ারিতে এই কীর্তি গড়েছে কোচ আলফাজ আহমেদের ছেলেরা।
সেই এক ম্যাচ না হারলে বিরল এক কীর্তি গড়ারই সুযোগ থাকত বসুন্ধরার সামনে। প্রিমিয়ার লিগ যুগে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ যে স্রেফ আবাহনীরই আছে! তার আগে আছে আবাহনী আর মোহামেডানের; সে কীর্তিটা বসুন্ধরার হতে পারত। পারেনি স্রেফ মোহামেডানের কারণে।
বসুন্ধরার প্রতি মোহামেডানেরও কি খেদ নেই? গেল বছরটা সাদা কালোদের কেটেছে দুর্দান্ত। ফেড কাপ জেতা, এরপর প্রায় এক দশক পর প্রিমিয়ার লিগে সেরা তিনে থাকা… সে অর্জনের বছরটা আরও ভালোভাবে শেষ করতে পারত আলফাজ আহমেদের দল, যদি বছর শেষে চলতি মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের ফাইনালে হেরে না বসত তার দল। সে ম্যাচে এগিয়ে গিয়েও হারের গ্লানিতে ডুবতে হয়েছিল মোহামেডানকে।
সেই দুই দলই আবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফেড কাপের। এই ফাইনালে দুই দলের সামনেই আছে বাড়তি অর্জনের হাতছানি। বসুন্ধরা কিংস আছে ট্রেবলের দুয়ারে। আজ জিততে পারলে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মোহামেডান ও শেখ রাসেলের পর তৃতীয় দল হিসেবে ঘরোয়া ট্রেবল জেতার কীর্তি গড়বে বসুন্ধরা।
ওদিকে মোহামেডানেরও সামনে আছে নিজেদের ইতিহাসটা আরেকটু সমৃদ্ধ করার হাতছানি। ফেডারেশন কাপ সর্বোচ্চ জেতার রেকর্ডটা আবাহনীর দখলে, ১২ বারের চ্যাম্পিয়ন দলটা। তবে সে রেকর্ডটা আজ ছুঁয়ে ফেলতে পারে মোহামেডান। ১১ শিরোপা নিয়ে তারা এখন আছে দুইয়ে। মোহামেডান এবার জিতলে টানা দ্বিতীয় বার জিতবে এই শিরোপা। সবশেষ তারা এই শিরোপা টানা জিতেছিল সেই ২০০৮ ও ২০০৯ সালে।
এমন হাতছানির ফাইনালের আগে দুই দলই একে অপরকে ভাসিয়েছে প্রশংসার বন্যায়। বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন জানালেন মোহামেডান তাদের দর্শনের দিক থেকে বেশ ধারাবাহিক। ওদিকে আলফাজের চোখে বসুন্ধরাকে হারানো সহজ বিষয় নয় আদৌ।
ফাইনালের আগে দুই দল যতই প্রশংসায় ভাসাক একে অন্যকে, ম্যাচে যে বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে না কেউ একে অন্যকে, তা বলাই বাহুল্য। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের এই ফাইনাল তাই আভাস দিচ্ছে দারুণ এক মহারণেরই।

সম্পর্কিত খবর