যুক্তরাষ্ট্রের কাছে হারের দায়ও ‘ভালো উইকেটে না খেলা’র ওপর!
যত দোষ নন্দ ঘোষ! ‘ভালো উইকেটে না খেলা’ যেন ব্যাটিং ভুলে যাওয়ার প্রধান ঢালই হয়ে দাঁড়িয়েছে শেষ অনেক দিনে। যুক্তরাষ্ট্রের কাছে গত রাতে বিব্রতকর হারের পর আরও একবার তাই হলো। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ে সিরিজে ভালো উইকেটে না খেলাকেই দায়ি করলেন।
গতকাল বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আইসিসি র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল যুক্তরাষ্ট্রের। তবে সেই ম্যাচে শান্তর দল হেরেছে ৫ উইকেটে।
এমন হারের দায়টা শান্ত দিয়েছেন ব্যাটিংকেই, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।’
জিম্বাবুয়ে সিরিজে বড় জুটি আসেনি টপ অর্ডার থেকে। এলো না গত ম্যাচেও। ভুলের পুনরাবৃত্তি যে হচ্ছে, তা একেবারে দৃশ্যমান। তবে বাংলাদেশ অধিনায়ক তা মানতে নারাজ। তিনি বরং দায়টা চাপালেন জিম্বাবুয়ে সিরিজে ভালো উইকেটে না খেলার ওপর, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।’
তবে এই পরিস্থিতি থেকে উঠে আসতে পারবেন ব্যাটাররা, বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’