বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে গড়ানোর বাকি আর মাত্র ১০ দিন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০ দল নিয়ে সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। যা শুরু হবে আগামী ১ জুন, তবে বাংলাদেশের হিসেবে সেটা ২ জুন। সেই বিশ দলের একটি বাংলাদেশও।

যারা নবমবারের মতো খেলতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে এর বাইরেও আসরের উদ্বোধনী দিনেই মাঠে দেখা যাবে বাংলাদেশকে। অনফিল্ড আম্পায়ার হিসেবে যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৈকতের সঙ্গে এই ম্যাচটি পরিচালনা করবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

সৈকত অবশ্য এরইমধ্যেই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্যভুক্ত হয়েছেন। সবশেষ ভারত বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন সৈকত। তারও আগে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন। এবার প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অভিষেক হয়ে যাচ্ছে তার। এর বাইরে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দিবারাত্রির গোলাপি বলে টেস্ট ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে সৈকতের।

সম্পর্কিত খবর