জিকোকে ছাড়াই বসুন্ধরার ফাইনালের একাদশ

জিকোকে ছাড়াই বসুন্ধরার ফাইনালের একাদশ

ফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি মোহামেডান ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই ফাইনালে অবশ্য বসুন্ধরা একটা চমক নিয়ে এসেছে। শুরুর একাদশে রাখা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে।
ফেড কাপের ম্যাচে অবশ্য নিয়মিতই কোচ অস্কার ব্রুজন ভরসা রাখছিলেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের ওপর। ফাইনালের মঞ্চেও তার ওপর থেকে আস্থাটা সরেনি স্প্যানিশ এই কোচের।
ফাইনালের মঞ্চে মোহামেডান একাদশ অবশ্য মোটামুটি চেনাই। সবশেষ ম্যাচ থেকে একটা পরিবর্তন এনে ফাইনালের একাদশ ছকেছেন কোচ আলফাজ আহমেদ। মানিক মোল্লা জায়গা হারিয়েছেন। তার জায়গায় দলে ধুঁকেছেন আশরাফুল আসিফ।

মোহামেডান একাদশ–
সুজন হোসেন,
মেহেদি হাসান, ইম্যানুয়েল টনি, মাহবুব আলম, হাসান মুরাদ
মিনহাজুল আবেদিন, মুজাফফর মুজাফফরভ, ইম্যানুয়েল সানডে, আরিফ হোসেন, আশরাফুল আসিফ
সুলেমান দিয়াবাতে

বসুন্ধরা কিংস একাদশ–
মেহেদি হাসান শ্রাবণ,
তপু বর্মণ, ববুরবেক ইউশদালেভ, বিশ্বনাথ ঘোষ,
সোহেল রানা, মিগেল দামাসেনো, সোহেল রানা জুনিয়র,
দরিয়েলতন গোমেজ, রবসন রবিনিও, রাকিব হোসেন, রিমন হোসেন

সম্পর্কিত খবর