কুকুরের কামড়ে বিগ ব্যাশ শেষ হিলির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৪২ এএম | ২৩ অক্টোবর, ২০২৩

নিজের পোষা কুকুরের দ্বারা হাতে মারাত্মক জখম হয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার অ্যালিসা হিলি। আঘাত এতোটাই ভয়াবহ ছিল যে অস্ত্রোপচার করাতে হয়েছে ডান হাতের তর্জনীতে। চোট সারিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে বেশ সময় লেগে যাবে তার। ধারণা করা হচ্ছে বিগ ব্যাশ ও ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ভারত সফরের দলে থাকা হবে না তার।

হিলি জানিয়েছেন, গত শনিবার রাতে দুটি স্টাফোর্ডশায়ার বুল টেরিয়ার কুকুরছানাকে আলাদা করার চেষ্টা করছিলেন তিনি। এসময় একটি কুকুরছানা তার ডান হাতের তর্জনীতে কামড় দিয়ে রক্তাক্ত করে। আঘাত প্রথমে এতোটাই ভয়াবহ ছিল যে, শুরুতে তিনি ভয় পেয়েছিলেন যে, হয়তো আর কখনোই ব্যাট ধরতে পারবেন না তিনি। পরে অবশ্য অস্ত্রোপচার করিয়ে সব ঠিকঠাক হয়েছে।

হিলি বলেন, ‘আমার দুটি কুকুরছানা দুর্ভাগ্যবশত ভুল সময়ে ভুল জায়গায় আমার হাত পেয়েছে। আমার ডান তর্জনীতে কিছুটা আঘাত লেগেছিল। এটি বেশ রক্তাক্ত ছিল.. তবে ইতিবাচক দিক হল যে অস্ত্রোপচারের পর সব ঠিকঠাক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা বলব না, যখন আমি আমার আঙুল বের করেছিলাম, তখন ভেবেছিলাম আমি আবার ব্যাট ধরতে পারব তো। তবে আশার কথা হলো প্রথমদিকের সব রিপোর্ট ইতিবাচক।’

হিলির এই চোট যে তার বিগ ব্যাশের দল সিক্সার্সের জন্য বড় ধাক্কা তা অকপটে জানিয়েছেন দলটির অধিনায়ক এলিস পেরি। তিনি বলেন, ‘এটি একটি বিশাল ধাক্কা। এটি আমাদের জন্য শুধু নয়, এটি টুর্নামেন্টের জন্যও একটি বড় ধাক্কা। কারণ সে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলোয়াড়দের একজন। গত নয় বছর ধরে প্রতিযোগিতায় তার খেলাটা চমৎকার ছিল। যখনই এই ধরনের একজন খেলোয়াড় নির্দিষ্ট সময়ের জন্য অনুপস্থিত থাকে, তখন এটি একটি ধাক্কা হতে চলেছে।’

খেলার দুনিয়া | ফলো করুন :