ইংল্যান্ড সিরিজেই টি-টোয়েন্টির সব রেকর্ড বাবরের!
আসন্ন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে চূড়ান্ত প্রস্তুতি সারছে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ রাতে। বিশ্বকাপের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে প্রস্তুতি সারতে চায় বাবর আজমের দল। এমন সিরিজে পাকিস্তান অধিনায়ক নিজেও রয়েছেন বেশ কিছু রেকর্ড নিজের করার পথে। এই সিরিজে বাবরের ব্যাট ঠিকঠাক হাসলে টি-টোয়েন্টির সব রেকর্ডই নিজের করে ফেলতে পারেন বাবার।
সবশেষ আয়ারল্যান্ড সিরিজেই বাবর গড়েছেন দুটি রেকর্ড। অধিনায়ক হিসেবে উগান্ডার ব্রিয়ান মাসাবাকে টপকে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি তার। একই সিরিজের শেষ ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলে সবচেয়ে বেশি টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ড গড়েছেন। ৩৮ ফিফটিতে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে। টি-টোয়েন্টিতে ১১৭ ইনিংসে বাবরের রান বর্তমানে ৩ হাজার ৯৫৫।
তবে বাবর চোখ রাঙাচ্ছেন কোহলি ও রোহিতদের টপকে টি-টোয়েন্টির সব রেকর্ড নিজের করার। সব ঠিক থাকলে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই বেশ কিছু রেকর্ড নিজের হয়ে যেতে পারে বাবরের। এই যেমন আর মাত্র ৪৫ রান করলেই কোহলি ও সুজি বেটসের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন বাবর। ২০ রান করলে টপকে যাবেন রোহিত শর্মার ১৫১ ইনিংসে করা ৩ হাজার ৯৭৪ রান।
আর যদি ৮৩ রান করতে পারেন বাবর, তবে টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রান করা বিরাট কোহলির ৪ হাজার ৩৭ রান টপকে যাবেন পাকিস্তান অধিনায়ক। অন্যদিকে ৪৮ রান করলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান গড়ার কীর্তি হবে তার। টপকে যাবেন ২০ ইনিংসে কোহলির করা ৬৩৯ রান। তবে ৯৫ রান করতে পারলে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বিদেশী ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান হবে বাবরের। টপকে যাবেন সাবেক অজি অধিনায়ক অ্যারণ ফ্রিঞ্চকে। ৬ ম্যাচে ফ্রিঞ্চের রান ৩৭০।