লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, শঙ্কায় বিশ্বকাপ

লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, শঙ্কায় বিশ্বকাপ

আগামী ২ জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অংশ গ্রহণ করতে যাওয়া ২০ দলের একটি নেপাল। যারা কিনা দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে বিশ্বমঞ্চে। স্বাভাবিকভাবেই তাই রোমাঞ্চিত দলটির ক্রিকেটাররা। সেই রোমাঞ্চ আরও বাড়ে গত ১৫ মে ধর্ষণের মামলা থেকে দেশটির তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে খালাস পেলে।

২৫ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকায় স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দলে ঢুকে যাওয়ার কথা ছিল লামিচানের। সেই ভাবনা থেকেই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নেপালের মার্কিন দূতাবাসে গিয়ে হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাকে। তাকে ভিসা দেয়নি মার্কিন দূতাবাস। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের আবেগ প্রকাশ করেছেন লামিচানে।

সেই পোস্টে আবার নিজের অতীত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন লামিচানে। যেখান এর আগে ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়েও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি তিনি। যদিও সে সময় ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়া বা অন্য কোনো মামলায় জড়িত ছিলেন না তিনি। পরে অবশ্য ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন লামিচানে। পরে গত জানুয়ারিতে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এরপর অবশ্য রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস পান তিনি।

এরপর লামিচানে স্বপ্ন দেখছিলেন বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করে সব সমালোচনার জবাব দেওয়ার। তবে শেষ পর্যন্ত সে পথেও বাধা পেয়েছেন তিনি। আর তাতেই শঙ্কায় পড়ে গেছে তার বিশ্বকাপে খেলা।

এক্সে লামিচানে লিখেছেন, ‘নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার একই কাজ করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’

সম্পর্কিত খবর