কলকাতার খেলা দেখতে গিয়ে অসুস্থ শাহরুখ
আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলা দেখতে গিয়ে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক হয়েছে শাহরুখ খানের। যদিও এখন শাহরুখ খান সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
জানা গেছে, মঙ্গলবার রাতে কলকাতা-হায়দরাবাদের মধ্যকার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা ও কলকাতা দলের কর্ণধার শাহরুখ।
ম্যাচটি দেখার জন্য দু’দিন আগে আহমেদাবাদে চলে গিয়েছিলেন শাহরুখ। ম্যাচ চলাকালে অবশ্য তার কোনো সমস্যা হয়নি। ম্যাচ শেষ করে আইটিসি নারমাদা হোটেলে যান শাহরুখ। আজ সকালে তার অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী কেডি হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে অবশ্য তাকে বেশিক্ষণ থাকতে হয়নি। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়।
ভারতের বিভিন্ন অঞ্চলের মতো আহমেদাবাদেও দাবদাহ চলছে। গুজরাট প্রদেশের রাজধানী আহমেদাবাদে তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। ভারতীয় আবহাওয়া বিভাগে আহমেদাবাদে রেড অ্যালার্ট জারি করেছে।
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেছে শাহরুখের দল কলকাতা।