মাকে হাসপাতালে রেখে আইপিএলে গুরবাজ

মাকে হাসপাতালে রেখে আইপিএলে গুরবাজ

কলকাতা নাইট রাইডার্সের দলে থাকলেও এবারের আইপিএলে মাঠে নামার সুযোগ হচ্ছিল না আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের। অবশেষে প্লে-অফের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সুযোগ পান। খেলেন ১৪ বলে ২৩ রানের ইনিংস। জয় পায় তার দল। নিশ্চিত করে আইপিএলের ফাইনাল।

গুরবাজ মূলত সুযোগ পেয়েছেন পাকিস্তান সিরিজ সামনে রেখে ইংলিশ ওপেনার ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায়। আফগানিস্তানে অসুস্থ মায়ের পাশে থাকলেও আইপিএলের ডাকে ফিরতে হয়েছে তাকে। যা নিয়ে ম্যাচ শেষে কথাও বলেছেন তিনি।

গুরবাজ বলেন, ‘আমার মা এখনো অসুস্থ। আমি (আইপিএল ছেড়ে) সেখানে আফগানিস্তান ফিরে গিয়েছিলাম। ফিল সল্ট চলে যাচ্ছে, এমন সময়ে কলকাতার ফোন পাই আমি। তারা আমাকে কল করে, মেসেজ পাঠায়, “গুরবাজ, আমাদের তোমাকে প্রয়োজন। তোমার ওদিককার পরিস্থিতি কেমন?”

গুরবাজ আরও বলেন, ‘আমার মা এখনো হাসপাতালে। প্রতিদিন তাঁর সঙ্গে কথা হয়। তবে আমি জানতাম কেকেআরও (কলকাতা নাইট রাইডার্স) আমার পরিবার। তাদের আমাকে এখানে প্রয়োজন। আফগানিস্তান থেকে তাই ফিরে এসেছি। অনেক কঠিন ব্যাপার এটা। তবে মানিয়ে নিতে হবে।’

এবারের আইপিএলে এবারই প্রথমবার খেললেন গুরবাজ, আগের ম্যাচগুলোতে সুযোগ না পাওয়া নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে আপনি জানেন, কী করতে হবে। সুযোগ না পেলেও আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তৈরি থাকতে হবে। যখনই সুযোগ আসুক না কেন, তৈরি থাকতে হবে। আর তাছাড়া কেকেআরই আমার প্রথম প্রাধান্য।’

সম্পর্কিত খবর