শাহিন কেন দলে; প্রশ্ন আফ্রিদি কন্যা অরার

শাহিন কেন দলে; প্রশ্ন আফ্রিদি কন্যা অরার

বল হাতে সময়টা ভালো কাটছিল না শাহিন শাহ আফ্রিদির। শোনতে হচ্ছিল সমালোচনা। প্রশ্ন উঠেছিল তার কার্যকারিতা নিয়ে। এবার তো নিজ ঘর থেকেই তার দলে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। বাবার সঙ্গে এক টিভি শোতে অংশ নিয়ে আফ্রিদির তিন বছরের কন্যা অরা বাবার কাছে জানতে চেয়েছেন শাহিন কেন পাকিস্তান দলে। সামাজিক যোগাযোগামাধ্যমে এরইমধ্যে যা নিয়ে হচ্ছে হাস্যরস।

অবশ্য মেয়ের জামাইয়ের পাশে ঠিকই দাঁড়িয়েছেন শ্বশুর শহীদ আফ্রিদি। দিয়েছেন ফর্মে ফেরার টোটকাও। সেই টুকটা মেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটও শিকার করেছেন তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে নিজ বাসা থেকে ভিডিও কলে পাকিস্তানের একটি টিভি শোতে যুক্ত হন আফ্রিদি। এসময় তার পাশে বসে থাকতে দেখা যায় তার তিন বছরের কন্যা অরাকে। শাহিন আফ্রিদিকে নিয়ে জিজ্ঞেস করা হয় শ্বশুর আফ্রিদিকে। তখন অরা তার বাবাকে জিজ্ঞেস করেন, ‘বাবা শাহীন আফ্রিদিও কি পাকিস্তান দলে আছে? মেয়ের প্রশ্নে আফ্রিদি বলেন, হ্যাঁ শাহিন আফ্রিদিও পাকিস্তান দলে আছেন। তারপর ফের প্রশ্ন করেন অরা, জানতে চান, কিন্তু কেন সে দলে আছে?

অরার এমন প্রশ্নে হেসে ফেলেন টিভি শোতে উপস্থিত সাংবাদিকরা। অবশ্য মেয়েকে বুঝিয়ে দেন আফ্রিদি। বলেন, ‘আমরা তখনই এসব জিজ্ঞাসা করব যখন সে ভাল পারফর্ম করবে না।’ বাবা ও মেয়ের এই কথোপকথন বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্পর্কিত খবর