সিরিজ বাঁচানোর ম্যাচে আজ নামবে শান্তরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ‘অঘটন’ দিয়েই শেষ করে বাংলাদেশ। আইসিসির সহযোগী দলটির বিপক্ষে সেই ম্যাচে ৫ উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। এতেই দ্বিতীয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর, কার্যত মান বাঁচানোরও।
আগের ম্যাচের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেকেই গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রেও চলমান বাংলাদেশের টপ-অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা। জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিটন দাস। এবং নিজেকে আরও একবার প্রমাণ করতে যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা মেলে এই ডানহাতি ব্যাটারের। তবে এই ম্যাচেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ফিরেছেন কেবল ১৪ রান করে। এদিকে অধিনায়ক শান্ত করেন ১১ বলে স্রেফ ৩ রান। এ নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই দুই অঙ্কে পৌঁছানোর আগেই ফেরেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই নিয়মিত অধিনায়ক।
এতেই নিজেদের সিরিজে ফেরাতে, কার্যত জয়ের ধারায় ফিরতে টপ-অর্ডারদের পারফর্মে বাড়তি নজর থাকবে সফরকারীদের।
সিরিজের প্রথম ম্যাচের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করে হারের জন্য খারাপ উইকেটের দায়ও দিয়েছিলেন শান্ত। এমনকি বলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজে ঘরের মাঠেও তারা ভালো উইকেট পায়নি। এতে দলের অধিনায়কের এমন বক্তব্যকে সবাই দেখেছেন অজুহাত হিসেবেই। এখন দেখার পালা সেই মাঠেই যখন দ্বিতীয় ম্যাচে, সেখানে কেমন পারফর্ম করেন সৌম্য-শান্তরা।