বৃষ্টি বাঁধায় মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের

বৃষ্টি বাঁধায় মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের

একের পর এক চোট বাঁধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৩৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে এবং প্রায় ৪ বছর পর নিজ দেশ ইংল্যান্ডের মাটিতে বল হাতের ফেরার কথা ছিল জোফরা আর্চারের। তবে এই ইংলিশ তারকা পেসারের মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আরও খানিকটা। কারণ, গতকালের পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা ভেস্তে যায় বৃষ্টি। 

এতে আর্চারকে অপেক্ষা করতে হবে অন্তত আরও দুই দিন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৫ মে, বার্মিংহামে। 

সিরিজের প্রথম ম্যাচের একাদশে আর্চারের জায়গা নিশ্চিতই ছিল। কেননা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জশ বাটলার জানিয়েছিলেন প্রথম ম্যাচে একাদশে থাকবেন আর্চার। এতে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে হয়তো অপেক্ষার পালা ফুরাবে ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসারের। 

২০১৯ সালে অভিষেকের পর একের পর এক চোটের থাবায় খুব একটা বেশি ম্যাচ খেলা হয়নি আর্চারের। তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছেন মোট ৪৯ ম্যাচ। সেখানে নিয়েছেন ১০২টি উইকেট। 

চোটের কারণে মিস করেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপে তাকে নিয়ে বেশ আশাবাদী ইংলিশরা। আছেন বিশ্বকাপের জন্য তাদের ঘোষণা করা ১৫ সদস্যের প্রাথমিক দলেও। সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপের মূল দলের তার জায়গা অনেকটা নিশ্চিতই। 

 

সম্পর্কিত খবর