কপাল ফিরছে মুস্তাফিজের, ডাম্বুলায় আসছে নতুন মালিক

কপাল ফিরছে মুস্তাফিজের, ডাম্বুলায় আসছে নতুন মালিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরপরই মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ(এলপিএল)। দিনক্ষণ সবই চূড়ান্ত। আগামী ১ জুলাই থেকে ২১ জুলাই পাঁচ দল নিয়ে তিন ভেন্যুতে মাঠে গড়াবে টুর্নামেন্ট। সেই লক্ষ্যে নিলামে দলও গড়ে ফেলেছে সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সব যখন চূড়ান্ত তখন বিপত্তি বাধিয়েছে ডাম্বুলা থান্ডার্সের সহ-মালিক তামিম রহমান।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই নাগরিক চলতি আসরের জন্য ডাম্বুলা থান্ডার্সের মালিকানা কিনেছিলেন। তবে আসর মাঠে গড়ানোর আগেই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছাড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বুধবার তাকে গ্রেপ্তার করেছে কলম্বোর পুলিশ। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বাতিল করা হয়েছে। এতে করে এলপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় ফ্র্যাঞ্চাইজিটিতে দল পাওয়া মুস্তাফিজসহ বাকি ক্রিকেটারদের।

অবশ্য সেই জটিলতা দ্রুতই সমাধানে কাজ শুরু করে দিয়েছে টুর্নামেন্টের পরিচালনা কমিটি আইপিজি গ্রুপ। এরইমধ্যে নতুন মালিকও পেয়ে গিয়েছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই যার নাম চূড়ান্ত করে জানিয়ে দেবে এলপিএল কর্তৃপক্ষ। যেখানে দল পাওয়াদের নিয়েই হওয়ার কথা টুর্নামেন্ট।

বৃহস্পতিবার আইপিজি গ্রুপ নিশ্চিত করেছে, পূর্ব নির্ধারিত পাঁচ দল নিয়েই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর। ম্যাচগুলোর সময়সূচীও থাকবে আগের মতোই। শুধু ডাম্বুলা থান্ডার্সের জায়গায় আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি। ডাম্বুলার মালিকানা পরিবর্তন অবশ্য নিয়মিত ঘটনাই। গত পাঁচ আসরের প্রতিটিতেই ভিন্ন ভিন্ন নামে খেলেছে দলটি। আগের আসরগুলোতে এর নাম ছিল ডাম্বুলা আউরা, ডাম্বুলা জায়ান্টস এবং ডাম্বুলা ভাইকিং।

ডাম্বুলার নতুন মালিকানার বিষয়ে আইপিজি এক বিবৃতিতে বলেছে, ‘আইপিজি লঙ্কা প্রিমিয়ার লিগের ইভেন্ট রাইটস পার্টনার হিসেবে সর্বদাই সর্বোত্তম মান ও সততা বজায় রেখেছে। আমরা সমস্ত খেলোয়াড়, ভক্ত এবং স্টেকহোল্ডারদের আশ্বাস দিচ্ছি যে পুরো টুর্নামেন্ট জুড়ে লিগের অখণ্ডতা এবং ক্রিকেটের চেতনা রক্ষা করা হবে।’

সম্পর্কিত খবর