আইপিএল থেকে বাদ, তবু আছেন কোহলি-ধোনি
ক্রিকেট ইতিহাসে যে কটা দ্বৈরথ আছে, তাদের মধ্যে প্রায় সবগুলোই উত্তাপ ছড়ায় বেশ। তবে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দ্বৈরথটা একটু ভিন্ন। ধোনি-কোহলির যে সম্পর্ক তাতে কোনো ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তবুও তাদের দুই দলের মধ্যে ম্যাচ মানেই যেন অন্যরকম উত্তেজনা। এই মৌসুমের প্রথম ম্যাচেই কোহলিদের হারিয়ে ধোনিদের দাপুটে জয়। আবার ধোনিদের বিদায় করে কোহলিরা গিয়েছেন প্লে-অফে।
চেন্নাই ব্যাঙ্গালুরু ম্যাচ মানেই অনেক আগেই টিকিট সোল্ড আউট, মাঠে এবং মাঠের বাইরেও দর্শকদের উপচে পড়া ভীড়। ধোনি-ধোনি চিৎকার, কোহলি-কোহলি রব। টিভি সেটের সামনেও থাকেন কোটি কোটি দর্শক। আধুনিক যুগে সেটা গড়িয়েছে অ্যাপস এবং ওয়েবসাইটেও। সেখানেও এই দুই দলের ম্যাচ মানেই ভিউজের রেকর্ড। এবারও হয়েছে তাই। তাও আবার প্রথম ম্যাচেই।
আইপিএলের এই আসরে ম্যাচ ম্যাচ বাকি আর মাত্র দুইটা। দুই দলই এই আইপিএল থেকে বিদায় নিয়েছে। তবু না থেকেও আছেন কোহলি-ধোনিরা। তবে সেটা রেকর্ডবুকে। এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যেখানে সেই ম্যাচটা স্ট্রিমিং সার্ভিস দেওয়া জিও সিনেমাতে দেখেছেন ৩৮ কোটি মানুষ। যেটা চলতি আইপিএলে সর্বোচ্চ।
একদিকে মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে বিরাট কোহলি। তার ওপর এই দুই দলের হয়ে দুইজনের ১৭ বছরের লিগ্যাসি কন্টিনিউ করা। তারা যখন মুখোমুখি হবেন তখন সেই ম্যাচ যে বিশ্বব্যাপী সবার আগ্রহের কেন্দ্রে থাকবে তা বলা বাহুল্য।
দুইটা দলই সাউথ ইন্ডিয়ার দুই প্রদেশ কর্নাটক আর তামিল নাড়ুর রাজধানীকে কেন্দ্র করে। বলা যায় সাউথ ইন্ডিয়ান ডার্বি। তার ওপর সিএসকে এর শিরোপা যেখানে পাঁচ, আরসিবির সেখানে একটাও নেই। তবুও ধোনি-কোহলির দ্বৈরথ বলে কথা।