নারী ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড মোহামেডানের

নারী ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড মোহামেডানের

নারী ডিপিএল অনেকটা নিরবে-নিভৃতেই মাঠে গড়িয়েছে। শেষ হয়ে গেছে ১১টা ম্যাচও। তবে ১২তম ম্যাচে এসে আলোড়ন তুলল এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা যে হয়ে গেছে আজ! ৩৯২ রান তুলে মোহামেডান আজ গড়েছে এই কীর্তি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ এই নজির দেখেছে নারী ডিপিএল। গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মুরশিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন জোড়া সেঞ্চুরিতে চড়ে বসে রানের এভারেস্টে। দুজনের আগে ঝোড়ো ফিফটিতে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাসিয়া আখতার।
মুরশিদা খাতুন আজ ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন। ওপাশে নামা জাসিয়া ৪১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় রানের পথ দেখান। তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন দলের রান ১৩৫, তাও মাত্র ১৮তম ওভারেই।
এরপরের গল্পটা মুরশিদা আর সোবহানার। ইনিংসের ১৮তম ওভারে শুরু হওয়া এই জুটি টিকেছে ৫০তম ওভার পর্যন্ত। সোবহানা ১০১ বলে করেন ১২৮ রান। এই ইনিংস তিনি সাজান ৬ চারের সঙ্গে ৭টি ছক্কায়। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি বিদায় নেন।
তবে মুরশিদা অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৫৭ বলে ১৭৯ রান করে তিনি অপরাজিত ছিলেন। এই ইনিংসে ২৩টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুজনের এমন ইনিংসে ভর করে মোহামেডান গড়ে ফেলে ৩ উইকেটে ৩৯২ রানের পাহাড়।
নারী ডিপিএলে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এর চেয়ে বেশি রান আর কোনো দলই করতে পারেনি। এর আগের সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল মোটে ৩২১ রানের। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে এই কীর্তি গড়েছিল বিকেএসপি। 

সম্পর্কিত খবর