সিরিজ বাঁচানোর ম্যাচে পরিবর্তন আসবে একাদশে?

সিরিজ বাঁচানোর ম্যাচে পরিবর্তন আসবে একাদশে?

পরিস্থিতিটা ১৮০ ডিগ্রি উল্টো হবে প্রথম ম্যাচ শেষে, সে বিষয়টা বোধ হয় ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচটা জিতে গেলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার মিশন হতো আজকের ম্যাচ। কিন্তু হচ্ছে তার উল্টো! এক ম্যাচ হাতে রেখে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়ে বসা ঠেকানোর মিশন আজ বাংলাদেশের। 

সিরিজটা হওয়ার কথা ছিল বিশ্বকাপের প্রস্তুতির। কিন্তু প্রথম ম্যাচের ওই হার বদলে দিয়েছে দৃশ্যটা। সবকিছুর ঊর্ধ্বে হার এড়ানোটাই আপাততত দলের লক্ষ্য। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের ভাবনায় থাকবে অনেক কিছু। তার মধ্যে মূখ্য যে ভাবনা, সে দুটো হলো– শুরুর ব্যাটিং আর শেষের বোলিং। 

শুরুর ব্যাটিংটা বেশ অনেক দিন হলো মনমতো হচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সিরিজ এরপর যুক্তরাষ্ট্র সফর… পরিস্থিতিটা বদলাচ্ছেই না বাংলাদেশের। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা বড় রান এনে দিতে তো পারছেনই না উল্টো বাজে স্ট্রাইক রেটে দলের রান রেটেরও ক্ষতি হয়ে যাচ্ছে বেশ। তাই বাংলাদেশের টপ অর্ডার নিয়মিতই দলকে ফেলে যাচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।

ওদিকে শেষের বোলিংও দলকে ভোগাচ্ছে বেশ। বিশেষ করে সবশেষ ম্যাচের কথাই ধরুন! শেষ ১৮ বলে বাংলাদেশের বোলিং আক্রমণ হজম করেছে ৫২ রান। হাতের মুঠোয় থাকা ম্যাচটা তাতেই বেরিয়ে গেছে হাত ফসকে। তার ওপর শেষ ওভারে শেষ বছর আটেকে পার্টটাইমার বনে যাওয়া মাহমুদউল্লাহকে আক্রমণে আনার বিষয়টিও ছিল বেশ চোখে পড়ার মতো। ফলে একজন বোলার, বিশেষ করে পেসারের অভাব বোধ হচ্ছিল বেশ করেই।

ফলে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনার মতো দুটো জায়গাই আছে বলে মনে হচ্ছে। ওপেনিং আর পেস বোলিং। তবে শেষ কিছু দিন ধরে ব্যর্থ লিটন দাসকে এই সিরিজে ‘বিশ্রামে’ পাঠানো হবে না বলেই ইঙ্গিত মিলছে টিম ম্যানেজমেন্ট থেকে। ফলে ওপেনিংয়ে পরিবর্তন আনার সম্ভাবনা কম আজ। 

ওদিকে বোলিং আক্রমণে রিশাদ হোসেন আগের ম্যাচে উইকেট এনে দিলেও চাপের মুহূর্তে তার ওপর অধিনায়কের আস্থার অভাব দেখা গেছে বেশ। ২ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিলেও তাকে আর আক্রমণেই আনেননি অধিনায়ক শান্ত। আর তাকে পাঠানো হতে পারে বেঞ্চে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

সম্পর্কিত খবর