ভারতকে বিশ্বকাপে অজেয় দল মনে হচ্ছে

  • নিউজরুম এডিটর
  • ১১:৪৬ এএম | ২৩ অক্টোবর, ২০২৩

২০২৩ বিশ্বকাপের ২১টি খেলা মনোযোগ দিয়ে দেখলাম। যথাযথ দক্ষতার ব্যাটসম্যান, বোলার নিয়ে স্বাগতিক ভারতকে সবচেয়ে প্রস্তুত এবং অজেয় দল বলেই মনে হচ্ছে। কাল দেখলাম মিচেল-রবীন্দ্র ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব এবং জাদেজাকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করে ৪০ ওভার পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিলো। কিন্তু শুরুতে এবং শেষে জাসপ্রিত বুমরাহ চাপ সৃষ্টি করায় অন্নপ্রান্তে এসে মোহাম্মদ শামি একাই ধসিয়ে দিলো নিউজিল্যান্ডকে।

অথচ কাল যে অবস্থানে ছিল নিউজিল্যান্ড ৩২০-৩৩০ করে ভারতকে বিপদে ফেলতে পারতো। তাই বা বলি কিভাবে। রোহিত শর্মা-শুভমান গিল উড়ন্ত সূচনা দিচ্ছে ভারতের ইনিংসে। বিশ্বসেরা বিরাট কোহলি আছেন আগুনে ফর্মে। কে এল রাহুল ,শ্রেয়াস আইয়ার , রবীন্দ্র জাদেজা কাকে রেখে কার কথা বলবো। ভারতের কিছু ক্যাচ ফসকালেও দুর্দান্ত ফিল্ডিং করছে। পুরো দল তেতে আছে ঘরের আঙিনায় বিশ্ব কাপ জয়ের নেশায়। একে একে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনায়াসেই জয় পেয়েছে। বাকি আছে নেদারল্যান্ডস, ইংল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমান অবস্থায় মনে হয় না ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্যদল ওদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। ভারতকে ভারতে হারানোর মত সুষম বোলিং আক্রমণ কারো নেই। আর ভারতের বহুমুখী উঁচু মানের বোলিং সামাল দেয়ার মত ব্যাটিং করতে পারছে না কোন দল। তার পরেও ক্রিকেট বলে কথা। কোনো একদিন কোন একটি দলের বিরুদ্ধে হোঁচট খেতে পারে ভারত। সেটি নক আউট রাউন্ডে না হয়ে আগে হলেই ভালো।

যেমনটি ভাবা হয়েছিল তেমন পারছে না ইংল্যান্ড। অস্ট্রেলিয়া শুরুতে অচেনা মনে হলেও ধীরে ধীরে ফিরছে ছন্দে। পাকিস্তানের ৫ জন উঁচু মানের বোলার নেই। স্পিনার বোলিং সাদামাটা। দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী মনে হচ্ছে। দেখতে হবে ভারতের বোলিং কিভাবে সমালায় তারা।

ভারতের সুবিধা হলো অত্যন্ত উঁচু মানের ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বসেরা আইপিএল। আছে বিশ্বমানের অনেক ব্যাটসম্যান ও বোলার। আর তাই হার্দিক পান্ডিয়া আহত হলেও অসুবিধা নেই। মোহাম্মদ সামি ,রবিচন্দ্রন অশ্বিন, সূর্য কুমার যাদবের মত খেলোয়াড়দের বসিয়ে রাখতে পারে অপেক্ষায়। সব মাঠে, সব পরিস্থিতিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার মত বিকল্প আছে অধিনায়ক রোহিতের কাছে। কাজেই এই দলের বিরুদ্ধে এই বিশ্বকাপে জিততে হলে কোন দলকে শুরু থেকে শেষ অবধি একই ধারায় তুখোড় ক্রিকেট খেলতে হবে।

সালেক সুফী, অস্ট্রেলিয়া প্রবাসী জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক

খেলার দুনিয়া | ফলো করুন :