সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো উপায়ই নেই বাংলাদেশের সামনে...’ কথাটা শ্রীলঙ্কা সিরিজে লেখা হয়েছিল স্পোর্টস বাংলায়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও একই নিয়তি হলো দলের। র‍্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা আজ বাঁচা-মরার।

এই লড়াইয়ে বাংলাদেশ আজ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছে। টস জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে আছে দুটো পরিবর্তন। প্রথম ম্যাচে ব্যর্থ লিটন দাসকে আজ দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলে আনা হয়েছে তানজিদ হাসান তামিমকে। ওদিকে বোলিংয়েও আছে একটা পরিবর্তন। শেখ মেহেদী হাসান আজ বসছেন বেঞ্চে, একাদশে ঢুকেছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ-
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর