বিশ্বকাপে ম্যানসিটির মনোবিদকে পাচ্ছে ইংল্যান্ড

বিশ্বকাপে ম্যানসিটির মনোবিদকে পাচ্ছে ইংল্যান্ড

সবশেষ ভারত বিশ্বকাপে ভরাডুবি দেখতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে। কোনো রকমে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে পেরেছিল ইংলিশরা। ফের আরেকটি বিশ্বকাপ সামনে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করবে জস বাটলারের দল। তবে এবার অবশ্য বেশ সাবধানী ইংল্যান্ড দল।

বিশ্বকাপে ক্রিকেটারদের মানসিক চাপ থেকে দূরে রাখতে ম্যানচেস্টার সিটিকে টানা চার মৌসুম লিগ শিরোপা জেতানো মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়োগ দিয়েছে দলটি। ইংল্যান্ড দলের সঙ্গে বিশ্বকাপ চলাকালীন কাজ করবেন তিনি। বিশ্বকাপ বিবেচনায় ইয়াংকে সেই অনুমোদন দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে বিশ্বকাপ শেষেই সিটিতে ফিরতে হবে তাকে।

অবশ্য সিটিতে যোগ দেওয়ার আগে ইংল্যান্ড দলের সঙ্গেই কাজ করেছেন ইয়াং। ২০১৬-২০ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা ছিল তার। চাপ দূর করে মাঠে পারফর্ম করতে ক্রিকেটারদের সাহায্য করেছিলেন ইয়াং। যা খুব কাছ থেকে দেখেছেন জস বাটলার। তাই বিশ্বকাপে ইয়াংকে নিজেদের মনোবিদ হিসেবে চাওয়া ছিল বাটলারের।

বিশ্বকাপে ইয়াংকে মনোবিদ হিসেবে পাওয়া নিয়ে ইংল্যান্ড কোচ মট বলেন, ‘তিনি আগেও দলের সাথে ছিলেন। ইতিমধ্যেই আমাকে এখানে ফিরে আসার ব্যাপারে বার্তা পাঠিয়েছেন। তিনি আসলে একজন দুর্দান্ত সহযোগী। আপনি আপনার বার্তা ক্রিকেটারদের পৌঁছে দিচ্ছেন তা নিশ্চিত করার জন্য স্কোয়াডের বাইরের এমন কাউকে পাওয়া সবসময়ই ভালো। বিশ্বকাপের শুরু থেকে আমরা তাকে পাচ্ছি এটা দুর্দান্ত।’

সবশেষ ভারত বিশ্বকাপে করা ভুল শুধরে আসন্ন বিশ্বকাপে দারুণ কিছু করতে মুখিয়ে দলটি জানিয়ে মট বলেন, ‘একটি দল হিসাবে, আমরা আমাদের অনুশীলনের সময় আশেপাশের বিষয় থেকে নিজেদের দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছি। যেন একে অপরকে আরও কিছুটা সাহায্য করা যায়। ভারতে, আমরা সবাই কিছুটা ছন্নছাড়া ছিলাম, যদিও সমস্যা সমাধান কারার চেষ্টা হয়েছে।’

মট আইপিএলে বেঙ্গালুরুর মতো ঘুরে দাঁড়ানোতে বিশ্বাস করেন। বলেন, ‘তাদের হারানোর কিছু ছিল না, সেখান থেকে তারা বেরিয়ে এসে ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে- আমরা কি সেটা আগে করতে পারতাম? হয়তো, হ্যাঁ। আমার মনে হয় এটি একটি উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ হতে চলেছে।’

সম্পর্কিত খবর